দেশ-বিদেশ নিউজ ডেস্ক : পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তান জেলায় মঙ্গলবার গোলাগুলিতে চার সন্ত্রাসী এবং ছয় সৈনিক নিহত হয়েছে বলে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে।
আইএসপিআর বলেছে, ‘২০২৩ সালের ২২ আগস্ট দক্ষিণ ওয়াজিরিস্তান জেলার আসমান মানজা এলাকায় সেনা ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি হয়েছে।’ এ সময় চার সন্ত্রাসী নিহত এবং দুই সন্ত্রাসী আহত হয় বলে তারা জানিয়েছে। এ ছাড়াও ‘ছয় সাহসী সৈনিক বীরত্বের সঙ্গে লড়াই করে তীব্র গোলাগুলিতে’ নিহত হয়েছেন বলে আইএসপিআর নিশ্চিত করেছে। গত বছরের নভেম্বরে নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সরকারের সঙ্গে যুদ্ধবিরতি শেষ করার পর, বিশেষ করে খাইবারপাখতুনখোয়া ও বেলুচিস্তানে সন্ত্রাসী কর্মকাণ্ডে পাকিস্তান বৃদ্ধির মুখোমুখি হওয়ার সময় নিরাপত্তা অভিযানটি আসে।
থিংকট্যাংক পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের জুলাই মাসে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের প্রথমার্ধে সন্ত্রাস ও আত্মঘাতী হামলায় স্থিতিশীল ও উদ্বেগজনক বৃদ্ধি দেখা গেছে, সারা দেশে ৩৮৯ জনের প্রাণহানি ঘটেছে। জুন মাসে একটি সংবাদ সম্মেলনে, আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগের মহাপরিচালক মেজর জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, নিরাপত্তা বাহিনী এই বছর ১৩ হাজার ৬১৯টি গোয়েন্দা অভিযান পরিচালনা করেছে, যাতে এক হাজার ১৭২ জন সন্ত্রাসী নিহত বা গ্রেপ্তার হয়।