1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
পদত্যাগ করলেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী - DeshBideshNews
November 26, 2024, 3:33 am
 

পদত্যাগ করলেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী

  • Update Time : Thursday, October 20, 2022
  • 91 Time View
পদত্যাগ করলেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : দায়িত্ব পাওয়ার ৪৩ দিন পর পদত‌্যাগ করলেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রাভারম্যান। ব্যক্তিগত ইমেল ব্যবহার করে সংসদীয় সহকর্মীর কাছে অফিসিয়াল নথি পাঠানোর ঘটনার পর এই ঘোষণা দেন তিনি। বুধবার (১৯ অক্টোবর) প্রধানমন্ত্রী লিজ ট্রাসের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে তিনি পদত্যাগপত্র জমা দেন।

লিজ ট্রাসের নেওয়া সিদ্ধান্তের সমালোচনা করে সুয়েলা ব্রাভারম্যান বলেন, সরকারের ভুলের দায় স্বীকার করতে হবে এবং সরকারকে জনগণের ওপর নির্ভর করতে হবে। ট্রাসের অফিস থেকে জানানো হয়েছে, সাবেক পরিবহনমন্ত্রী গ্রান্ড শ্যাপস তার স্থলাভিষিক্ত হয়েছেন। এর আগে ট্যাক্স ইস্যুতে পদত্যাগ করেন অর্থমন্ত্রী কাওয়াসি কোয়ারতেং। এরপরই গুনঞ্জন ওঠে প্রধানমন্ত্রীকেও শিগগির পদত্যাগ করতে হতে পারে।

তবে ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার কোনো পরিকল্পনা নেই লিজ ট্রাসের। তার রাজনৈতিক মুখপাত্র বুধবার (১৯ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছে। এ মাসের শেষের দিকেও লিজ ট্রাস ক্ষমতায় থাকবেন কি না এমন প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, হ্যাঁ থাকবেন। পদত্যাগ করবেন কি না এমন প্রশ্নে বলেন, প্রধানমন্ত্রীর পদ থেকে তিনি পদত্যাগ করছেন না।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ