দেশ-বিদেশ নিউজ ডেস্ক : পশ্চিম নেদারল্যান্ডসে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। সোমবার দিবাগত রাত ৩টা ২৫ মিনিটে (মঙ্গলবার) এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছে বার্তা সংস্থা বিবিসি।
ডাচ ইমার্জেন্সি সার্ভিসেস জানায়, সোমবার রাত সাড়ে ৩ টার দিকে ৫০ জন যাত্রী নিয়ে ট্রেনটি দ্য হেগ শহরের নিকটবর্তী গ্রাম ভোরশ্যুটের কাছে লাইনচ্যুত হয় এবং লাইনের পাশে রাখা নির্মাণ সামগ্রীতে আঘাত হানে। শুরুতে যাত্রীবাহী ট্রেনটির সাথে মালবাহী ট্রেনের সাথে সংঘর্ষের কথা জানিয়েছিলো ডাচ ইমার্জেন্সি সার্ভিসেস।
সংস্থাটি জানিয়েছে গুরুতর আহতদের হাসপাতালে নেয়া হয়েছে এবং ১১ জনকে ঘটনাস্থলেই চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। দুর্ঘটনার কারণে বর্তমানে হেগ এবং লিডেনের মধ্যে কোনো ট্রেন চলাচল বন্ধ রয়েছে জানিয়েছে ডাচ রেলওয়ে।