দেশ-বিদেশ নিউজ ডেস্ক : তৃতীয়বারের মতো ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়া বেঞ্জামিন নেতানিয়াহু। ইসরায়েলের এই নতুন প্রধানমন্ত্রীকে ‘বন্ধু’ হিসেবে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, আমি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছি।
তিনি গত কয়েক দশক ধরে আমার বন্ধু। ইরানের হুমকিসহ মধ্যপ্রাচ্য অঞ্চলে ইসরায়েল যেসব চ্যালেঞ্জের মুখোমুখি তা যৌথভাবে মোকাবিলা করার জন্য আমরা কাজ করব। তবে ফিলিস্তিন ও ইসরায়েল ইস্যুতে দ্বি-রাষ্ট্রীয় সমাধানকে বিপন্ন করে এমন যেকোনো নীতির বিরোধিতা করবেন বলে জানিয়েছেন বাইডেন। প্রেসিডেন্ট বাইডেন আরো বলেন, ‘আমার প্রশাসনের অধীনে যুক্তরাষ্ট্র সবসময়ই দুই রাষ্ট্রীয় সমাধানকে সমর্থন করে যাবে এবং এর কার্যকারিতাকে বিপন্ন করে বা আমাদের পারস্পরিক স্বার্থ ও মূল্যবোধের বিরোধিতা করে এমন নীতির বিরোধিতা করবে। ’
ওদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একইসঙ্গে রাশিয়া-ইসরায়েলের মধ্যে সহযোগিতা জোরদার করার ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন, ক্রেমলিন জানিয়েছে।
এক বার্তায় ভ্লাদিমির পুতিন বলেন, ‘আমি আশা করি, আপনার নেতৃত্বে ইসরায়েলের নতুন সরকার মধ্যপ্রাচ্যে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের জনগণের স্বার্থে সকল ক্ষেত্রে রাশিয়া ও ইসরায়েল সহযোগিতা জোরদার করার কাজ অব্যাহত রাখবে। ৭৩ বছর বয়সী নেতানিয়াহু এর আগে ১৯৯৬ থেকে ১৯৯৯ এবং তারপর ২০০৯ থেকে ২০২১ সাল পর্যন্ত দুই মেয়াদে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। বৃহস্পতিবার ইসরায়েলের সবচেয়ে কট্টর ডানপন্থী রক্ষণশীল জোট সরকারের প্রধান হিসেবে শপথ নেন নেতানিয়াহু।