দেশ-বিদেশ নিউজ ডেস্ক : ব্রিটেনের রাজা হিসেবে গত ৬ মে দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম বিদেশ সফর। রোমানিয়া সফরে গেছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। শুক্রবার (২ জুন) বুখারেস্টে রোমানিয়ার প্রেসিডেন্টের প্রাসাদে রাজা তৃতীয় চার্লসকে যথাযথ মর্যাদায় সামরিক অভ্যর্ত্থনা জানানো হয়েছে। রাজা তৃতীয় চার্লস ইউরোপের পূর্বাঞ্চলীয় এ দেশে তার একক সফর শুরু করেছেন।
গত মাসে লন্ডনে চার্লসের অভিষেক অনুষ্ঠানে অংশগ্রহণ করা দেশটির প্রেসিডেন্ট ক্লাউস ইওহানিস সদ্য মুকুটধারী রাজাকে স্বাগত জানান। এ সময় গ্রেট ব্রিটেন এবং রোমানিয়ার জাতীয় সংগীত বাজানো হয়। রাজাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়ার পর বেশ কয়েকজন সরকারি কর্মকর্তা এবং সুশীল সমাজের সদস্যরাসহ প্রায় ৩০০ জন এক সংবর্ধনায় অংশ নেবেন। ব্রিটেনের রাজা হিসেবে গত ৬ মে দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম বিদেশ সফর। তবে চার্লস কত দিন রোমানিয়া সফর করবেন সে ব্যাপারে বাকিংহাম প্রাসাদ থেকে কিছু বলা হয়নি।