দেশ-বিদেশ নিউজ ডেস্ক : অবশেষে তালেবানের কাছে আত্মসমর্পণ করলেন আফগানিস্তানের সাবেক তথ্য ও সংস্কৃতি মন্ত্রী মোহাম্মদ তাহির জহির। পরিবারকে বাঁচাতেই তিনি নিজেকে শত্রুর হাতে তুলে দিয়েছেন বলে জানা গেছে।
আফগান সংবাদ সংস্থা খামা প্রেস সূত্রে জানা গেছে, গত বুধবার তালেবানের সশস্ত্র বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন মোহাম্মদ তাহির জহির। ২০২১ সালে তালেবান কাবুল দখল করার পর থেকেই গাঢাকা দিয়েছিলেন তিনি। হাজারা সম্প্রদায়ের নেতা মৌলভি মেহেদির সঙ্গে একত্রে লাগাতার মৌলবাদীদের বিরুদ্ধে লড়াই চালাচ্ছিলেন সাবেক এই মন্ত্রী। মেহেদির মৃত্যুর পর সেই সংগ্রাম এগিয়ে নিয়ে যান তিনি। জহির বামিয়ান প্রদেশের সাবেক গভর্নর এবং আগের সরকারের সাবেক তথ্য ও সংস্কৃতি মন্ত্রী।
এদিকে জহিরের খোঁজ পেতে তার পরিবারকে তালেবান অপহরণ করেছে বলে অভিযোগ রয়েছে। অজ্ঞাত জায়গায় একটি কারাগারে তাদের ওপর অকথ্য নিপীড়ন চালাচ্ছে তালেবান। জহিরের পরিবার তার আত্মসমর্পণের বিষয়ে কোনো মন্তব্য করেনি। কী অবস্থায় তিনি তালেবান বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছেন তা-ও স্পষ্ট নয়।
জানা গেছে, সামাঙ্গান প্রদেশের দারা সুফ এলাকায় তালেবান বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন জহির। তার সমর্পণে তালেবানবিরোধী লড়াই জোর ধাক্কা খেয়েছে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, মার্কিন সেনারা সরতে শুরু করার পরই দ্রুত আফগানিস্তান দখল করে তালেবান। ক্রমবর্ধমান অস্থিতিশীল আফগানিস্তান বিশ্বের উদ্বেগের কারণ হয়ে উঠছে।