দেশ-বিদেশ নিউজ ডেস্ক : প্রথমবারের মতো বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হুতিদের হামলায় তিন বেসামরিক নাগরিক নিহতের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার লোহিত সাগরে বার্বাডোজের পতাকাবাহী ট্রু কনফিডেন্স নামের জাহাজটিতে এই হামলার ঘটনা ঘটেছে।
নিহতদের মধ্যে দুজন ফিলিপাইনের এবং এক জন ভিয়েতনামের নাগরিক। হুতিরা বলছে, গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধে ফিলিস্তিনিদের সমর্থনে তারা এই হামলা চালিয়েছে। ইরান সমর্থিত গোষ্ঠীটির একজন সামরিক মুখপাত্র দাবি করেছেন, ট্রু কনফিডেন্সকে টার্গেট করার কারণ এটি ছিল ‘আমেরিকান’। অবশ্য জাহাজ মালিক বিষয়টি অস্বীকার করেছেন।
মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) হুথিদের “বেপরোয়া হামলা”র নিন্দা করেছে, যা বলেছে “বিশ্ব বাণিজ্য ব্যাহত করেছে এবং আন্তর্জাতিক নাবিকদের জীবন নিয়েছে”। হামলার কয়েক ঘণ্টা পর মার্কিন বাহিনী ইয়েমেনে দুটি ড্রোন (ইউএভি) উপর হামলা চালিয়েছে। হুত নিয়ন্ত্রিত আল মাসিরাহ টিভি জানিয়েছে, লোহিত সাগরের শহর হুদাইদাহ বিমানবন্দর লক্ষ্য করে দুটি হামলা চালানো হয়েছে।