1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
জাপানে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন 'নানমাদোল' - DeshBideshNews
November 25, 2024, 7:52 pm
 

জাপানে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘নানমাদোল’

  • Update Time : Sunday, September 18, 2022
  • 108 Time View
জাপানে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন 'নানমাদোল'

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : শক্তিশালী টাইফুন নানমাদোল ধেয়ে আসছে জাপানে। জাপান আবহাওয়া অধিদফতরের প্রধান স্থানীয়দের নিরাপদ আশ্রয়স্থলে চলে যেতে নির্দেশনা দিয়েছেন। এ ঝড়ের আঘাত থেকে বাঁচতে ইতোমধ্যে ২০ লাখ বাসিন্দা আশ্রয় চেয়েছেন। দেশটির জাতীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, এ ধরনের আবহাওয়া পরিস্থিতি খুবই দুর্লভ। একে ‘বিশেষ সতর্কবার্তা’ হিসেবে উল্লেখ করা হয়েছে। তাছাড়া এ ঝড়ে ভূমিধসেরও সতর্কবার্তা জারি করা হয়েছে।

২০১৩ সালের পর এটিই প্রথম কোনো আবহাওয়া বার্তা যেখানে ঝড়ের শক্তির মাত্রা বুঝাতে ‘বিশেষ সতর্কতা’ উল্লেখ করা হচ্ছে।

জাপানের আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ইউনিটের প্রধান রিউতা কুরোরা সাংবাদিকদের বলেন, শক্তিশালী ঝড়ের কারণে উচ্চ ঢেউ ও রেকর্ড বৃষ্টিপাতের ঝুঁকি রয়েছে। সর্বোচ্চ সর্তকতার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, এটি খুবই শক্তিশালী টাইফুন। ঝড়ের কারণে অনেক ঘরবাড়ি ভেঙে যেতে পারে। হতে পারে ভূমিধস। তিনি দ্রুত স্থানীয় বাসিন্দাদের নিরাপদে সরে যেতে বলেছেন।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ