1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
চীনে কারখানায় ভয়াবহ আগুন, নিহত ৩৮ - DeshBideshNews
November 26, 2024, 10:33 am
 

চীনে কারখানায় ভয়াবহ আগুন, নিহত ৩৮

  • Update Time : Tuesday, November 22, 2022
  • 92 Time View
চীনে কারখানায় আগুনে ৩৮ জনের মৃত্যু

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : চীনের হেনান প্রদেশের একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৩৮ জন মারা গেছেন। এছাড়া নিখোঁজ রয়েছেন ২ জন। স্থানীয় সময় সোমবার (২১ নভেম্বর) এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ডয়চে ভেলে জানায়, সোমবার বিকেল ৪টা ২২ মিনিটের দিকে আয়াং শহরের হেনান প্রদেশে একটি কারখানায় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আসে রাত ৮টায়। স্থানীয় কর্তৃপক্ষে জানিয়েছে, এটি দুর্ঘটনা নাকি ইচ্ছাকৃতভাবে ঘটানো হয়েছে, তা নিশ্চিত নয়। ২০১৯ সালের মার্চে চীনের ইয়ানচেঙের একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ৭৮ জনের মৃত্যু হয়। সে সময় আশপাশের কয়েক কিলোমিটার এলাকার ঘরবাড়ি ধ্বংস হয়েছিল।

সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, ২০০ জনেরও বেশি উদ্ধারকর্মী এবং দমকল বাহিনীর ৬০ জন কর্মী আগুন নেভাতে কাজ করেছেন। এ ছাড়া ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে মানসিকভাবে সাহস জোগানোর জন্য মনস্তাত্ত্বিক পরামর্শদাতারা ঘটনাস্থলে ছিলেন।

২০১৫ সালে উত্তরাঞ্চলীয় তিয়ানজিনে একটি রাসায়নিক ওয়্যারহাউসে বিস্ফোরণে ১৬৫ জনের মৃত্যু হয়; যা চীনের শিল্প দুর্ঘটনার ইতিহাসে অন্যতম।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ