1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
চীনকে বিনামূল্যে করোনার টিকা সরবরাহের প্রস্তাব ইউরোপীয় ইউনিয়নের - DeshBideshNews
November 24, 2024, 6:53 pm
 

চীনকে বিনামূল্যে করোনার টিকা সরবরাহের প্রস্তাব ইউরোপীয় ইউনিয়নের

  • Update Time : Wednesday, January 4, 2023
  • 91 Time View
চীনকে বিনামূল্যে করোনার টিকা সরবরাহের প্রস্তাব ইউরোপীয় ইউনিয়নের

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : চীনকে বিনামূল্যে করোনার টিকা সরবরাহের প্রস্তাব দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। গতকাল  ইইউ নির্বাহী এ প্রস্তাব দিয়েছেন। ইউরোপীয় কমিশনের একজন মুখপাত্র নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেছেন, চীন এখনও এই প্রস্তাবে সাড়া দেয়নি। তিনি ইইউ বা ইউরোপের উৎপাদনকারীরা কী পরিমাণ টিকা দিচ্ছেন তা উল্লেখ করেননি।

মুখপাত্র বলেছেন, ‘চীনে কোভিড পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, (স্বাস্থ্য) কমিশনার স্টেলা কিরিয়াকাইডস তার চীনা পক্ষকে ইউরোপীয় ইউনিয়নের সংহতি ও সমর্থনের কথা জানিয়েছেন। এর মধ্যে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সহায়তার পাশাপাশি ভ্যারিয়েন্ট মোকাবিলায় সক্ষম ইইউ টিকার দান অন্তর্ভুক্ত রয়েছে।’ বেইজিং ইউরোপীয় ইউনিয়নের প্রস্তাব গ্রহণ করবে কিনা জানতে চাওয়া হলে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং সরাসরি উত্তর এড়িয়ে গিয়ে রয়টার্সকে বলেছেন, চীনের টিকা দেওয়ার হার এবং চিকিৎসার ক্ষমতা বাড়ছে এবং এর সরবরাহ ‘পর্যাপ্ত’ রয়েছে।

গত ৭ ডিসেম্বর চীন করোনার বিধিনিষেধ প্রত্যাহার করে নেয়। এরপর থেকেই দেশটির বিভিন্ন অঞ্চলে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ে। ইতোমধ্যে দেশটির বিভিন্ন হাসপাতালে করোনার রোগী দিয়ে পূর্ণ হয়েছে। দেশটির বিভিন্ন অঞ্চলের শশ্মানগুলোতে অনেক বেশি মৃতদেহ পোড়ানো হচ্ছে। ধারণা করা হচ্ছে, এদের অধিকাংশই করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ