দেশ-বিদেশ নিউজ ডেস্ক : ভারতের গুজরাটের মোরবি জেলার মাচ্চু নদীর উপর একটি ঝুলন্ত সেতু ভেঙে অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনও আটকা পড়েছে আছে শতাধিক। রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। সংবাদমাধ্যমটি জানিয়েছে, সেতুর উপরে থাকা সবাই নদীতে পড়ে গেছেন। এদের অনেককেই উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রথমে স্থানীয় বাসিন্দাদের সাহায্যে উদ্ধারকাজ চললেও পরে বিপর্যয় মোকাবিলা বাহিনী ও পুলিশ গিয়ে উদ্ধারকাজ শুরু করে।
ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য সেখানে অ্যাম্বুল্যান্স পৌঁছেছে। প্রশাসন নদীতে তলিয়ে যাওয়া মানুষকে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করছে। স্থানীয় গণমাধ্যমের খবরে ঝুলন্ত সেতুটি ভেঙে পড়ায় এখনো প্রায় ১০০ জন পানিতে আটকে থাকার আশঙ্কার কথা জানানো হয়েছে।
ঘটনাটি প্রকাশ পাওয়ার পরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুর্ঘটনার বিষয়ে মুখ্যমন্ত্রী ভুপেন্দ্র প্যাটেলসহ অন্য কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। পরিস্থিতি নিবিড়ভাবে এবং ক্রমাগত পর্যবেক্ষণ করতে প্রধানমন্ত্রী তাদের নির্দেশনা দিয়েছেন। এ ছাড়া ক্ষতিগ্রস্তদের জন্য সম্ভাব্য সব ধরনের সাহায্যের ব্যবস্থা করতে বলেছেন।
এদিকে মুখ্যমন্ত্রী প্যাটেল টুইটারে জানিয়েছেন, এ ঘটনায় ত্রাণ ও উদ্ধার অভিযান চলছে। আহতদের অবিলম্বে চিকিৎসার ব্যবস্থা করার জন্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে জেলা প্রশাসনের সঙ্গে তিনি সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন বলে জানান তিনি।
আম আদমি পার্টির প্রধান এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। তিনি সেতু থেকে পড়ে আহতদের জীবন ও স্বাস্থ্যের জন্য প্রার্থনা করেছেন।