দেশ-বিদেশ নিউজ ডেস্ক : ভারতের গুজরাট রাজ্যের রাজকোটে গতকাল শনিবার সন্ধ্যায় টিআরপি গেমিং জোনে আগুন লেগে শিশুসহ অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, গেমিং জোনের ভেতরে শিশু-কিশোরসহ আরো অনেকেই আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করছে তারা। রাজকোটের পুলিশ কমিশনার রাজু ভার্গব জানান, রাত সাড়ে ৮টা পর্যন্ত আগুন নেভানো সম্ভব হয়নি। ভেতরে কেউ আটকে রয়েছে কি না, তা আগুন নেভানোর পরেই জানা যাবে।
এই ঘটনায় উদ্ধার তৎপরতা চলছে। কিভাবে সেখানে আগুন লাগল তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। যিনি গেমিং জোনটি চালাতেন তাঁর বিরুদ্ধে অবহেলাজনিত হত্যার মামলা করা হচ্ছে। সাধারণত এ ধরনের গেমিং জোন ঘেরা জায়গায় তৈরি করা হয়।
কার রেসিং থেকে শুরু করে নানা ধরনের ইনডোর ও আউটডোর গেমের ব্যবস্থাও থাকে সেখানে। মজুদ থাকে টায়ার, প্লাস্টিকের মতো অতিদাহ্য পদার্থ। তাই দ্রুত আগুন ছড়িয়ে পড়ার ঝুঁকি বেশি থাকে।