1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
খবর পড়ছে কৃত্রিম বুদ্ধিমত্তার সংবাদ পাঠিকা - DeshBideshNews
November 28, 2024, 1:35 pm
 

খবর পড়ছে কৃত্রিম বুদ্ধিমত্তার সংবাদ পাঠিকা

  • Update Time : Tuesday, April 11, 2023
  • 91 Time View
খবর পড়ছে কৃত্রিম বুদ্ধিমত্তার সংবাদ পাঠিকা

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : এবার কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে সংবাদ পাঠ করবে ভার্চুয়াল সংবাদ পাঠিকা। কুয়েতি একটি গণমাধ্যম প্রতিষ্ঠান অনলাইন বুলেটিন পড়ার পরিকল্পনা হিসেবে এটি উন্মোচন করেছে। কুয়েত নিউজ ওয়েবসাইটের টুইটার অ্যাকাউন্টের একটি ভিডিওতে দেখা যায়, একজন সাদা চুলের নারী সংবাদ উপস্থাপন করছেন। নাম রাখা হয়েছে ‘ফেদা।’ ভার্চুয়াল সংবাদ উপস্থাপক ফেদা পরেছিলেন একটি কালো জ্যাকেট এবং সাদা টি-শার্ট।

ফেদাকে আরবিতে বলতে শোনা যায়, ‘আমি ফেদা, কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে পরিচালিত কুয়েতের প্রথম উপস্থাপক। আপনি কী ধরনের খবর পছন্দ করেন? আসুন আপনার মতামত শোনা যাক।’

২০২২ সালে কুয়েত নিউজের সঙ্গে একত্রিত হওয়া কুয়েত টাইমস ১৯৬১ সালে উপসাগরীয় এলাকার প্রথম ইংরেজি দৈনিক হিসেবে প্রতিষ্ঠিত হয়। গণমাধ্যমটির প্রকাশনা এবং ওয়েবসাইটের দায়িত্বে থাকা সহকারী এডিটর-ইন-চিফ আব্দুল্লাহ বোফতাইন বলেন, এই পদক্ষেপটির মাধ্যমে বোঝা যাবে কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা কতটুকু। এই উদ্যোগটি তাই নেওয়া হয়েছে।’ তিনি আরো যোগ করে বলেন, ভবিষ্যতে ফেদা কুয়েতি উচ্চারণ শিখতে পারবে এবং সাইটের টুইটার অ্যাকাউন্টে সংবাদ বুলেটিন উপস্থাপন করতে পারবে।

তিনি বলেন, ‘ফেদা নামটি একটি জনপ্রিয় পুরনো কুয়েতি নাম। যার অর্থ রূপা বা ধাতব পদার্থ। আমরা সব সময় রোবট রুপালি এবং ধাতব রং হবে এমনটা কল্পনা করে থাকি। তাই আমরা দুটি শব্দকে একত্রিত করেছি।’ বোফতাইনের মতে, উপস্থাপককে স্বর্ণকেশী হওয়া এবং হালকা রঙের চোখ, তেলসমৃদ্ধ দেশ কুয়েত এবং প্রবাসীদের বৈচিত্র্যময় জনসংখ্যাকে প্রতিফলিত করে। বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত উত্থান বেশ কিছু সুবিধার দুয়ার খুলে দিয়েছে। এর মধ্যে আছে স্বাস্থ্যসেবা এবং একঘেয়ে কাজ থেকে মুক্তি। তবে একই সঙ্গে রয়েছে বেশ কিছু পেশার জন্য হুমকিসহ ভুল তথ্য ছড়িয়ে পড়ার আশঙ্কাও।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ