আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে কিয়েভ শহরের কয়েকটি আবাসিক এলাকায় পৃথক বোমা হামলা চালিয়েছে রাশিয়ার সেনারা। এ হামলায় অন্তত দুই জনের প্রাণহানি হয়েছে। এমন পরিস্থিতিতে আজ মঙ্গলবার (১৫ মার্চ) স্থানীয় সময় রাত ৮টা থেকে রাজধানীজুড়ে ৩৫ ঘণ্টার কারফিউ ঘোষণা করেছেন কিয়েভের মেয়র ভিটালি ক্লিৎচকো।
জরুরি পরিষেবার বিবৃতিতে বলা হয়- শহরের কেন্দ্র থেকে পূর্বের জেলা ওসোকরকিতে একটি বাড়িতে আজ মঙ্গলবার ভোর ৬টার আগে রুশ বাহিনীর গোলা আঘাত হানে। ভবনটিতে আগুন লাগলেও কিছুক্ষণের মধ্যেই তা নিভিয়ে ফেলা হয়। সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ওসোকরকিতে হামলার কিছুক্ষণ পরেই শহরের কেন্দ্রের উত্তরে পোডিলের একটি ১০তলা অ্যাপার্টমেন্ট ভবনে আরেকটি বোমা আঘাত হানে। এতে ভবনের প্রথম পাঁচ তলায় আগুন লাগে। সেখান থেকে একজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানায় ইউক্রেনীয় জরুরি পরিষেবা।
পশ্চিম কিয়েভের সোভিয়াটোশিনস্কি জেলায় একটি ১৬তলা ভবনে বোমা হামলায় অন্তত দুইজন নিহত হয়েছেন।
ইউক্রেনের স্থানীয় গণমাধ্যম ইউক্রেন ২৪ এ প্রচারিত খবরে বলা হয়, কিয়েভের পশ্চিম অংশে পর পর ২টি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।