দেশ-বিদেশ নিউজ ডেস্ক : ক্যামেরুনে একটি শেষকৃত্যানুষ্ঠানে ভূমিধসে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় কয়েক ডজন মানুষ নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে কাজ করছে উদ্ধারকারীরা। রোববার (২৭ নভেম্বর) দেশটির রাজধানী ইয়াউন্ডেতে এ ঘটনা ঘটে। দেশটির মধ্যাঞ্চলীয় গভর্নর পল বিয়া জাতীয় সম্প্রচার মাধ্যম সিআর টিভিকে একথা জানান।
পল বিয়া বলেন, আমরা ১০ জনের লাশ পেয়েছি। ঘটনাস্থলে পৌঁছানোর আগেই চারটি লাশ সরিয়ে নেন হতাহতদের স্বজনরা। এছাড়া গুরুতর আহত এক ডজন মানুষ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তিনি আরও বলেন, রাজধানী ইয়াউন্ডের ডামাস এলাকায় ভূমিধসের ঘটনাটি ঘটে। এটি বিপদজনক একটি এলাকা।