দেশ-বিদেশ নিউজ ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে রবিবার একটি বিস্ফোরণে একাধিক হতাহতের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় রবিবার সকালে শহরের সামরিক বিমানবন্দরের বাইরে এ ঘটনা ঘটে। তালেবানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। মুখপাত্র আব্দুল নাফি তাকোর রয়টার্সকে বলেছেন, ‘আজ (রবিবার) সকালে কাবুল সামরিক বিমানবন্দরের বাইরে একটি বিস্ফোরণ ঘটেছে।
এ ঘটনায় আমাদের বেশ কয়েকজন নাগরিক শহীদ ও আহত হয়েছেন। ’এ ঘটনায় তদন্ত চলছে বলে জানান ওই মুখপাত্র। তবে তিনি বিস্ফোরণের ধরন বা এর লক্ষ্য কী ছিল তা উল্লেখ করেননি। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সুরক্ষিত বিমানবন্দরের মিলিটারি সাইডের আশপাশে সকাল ৮টার আগে একটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তারা বলেছেন, এলাকাটি নিরাপত্তা বাহিনী সিল করে দিয়েছে এবং সমস্ত রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, তালেবান প্রশাসন আইএস জঙ্গিগোষ্ঠী পরিচালিত রক্তাক্ত বিদ্রোহের মুখোমুখি হয়েছে। এতে সাম্প্রতিক সপ্তাহগুলোতে কাবুলের বেশ কয়েকটি মূল স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। যার মধ্যে রাশিয়ান ও পাকিস্তানি দূতাবাস ছাড়াও দেশটির প্রাক্তন প্রধানমন্ত্রীর কার্যালয়ও ছিল।