দেশ-বিদেশ নিউজ ডেস্ক : কানাডার তীব্র দাবানলের কারণে বাতাসের মান কমে গেছে, ফলে উত্তর আমেরিকার লাখ লাখ মানুষকে বাইরে বের হওয়ার সময় এন৯৫ মাস্ক পরার পরামর্শ দেওয়া হয়েছে। নিউ ইয়র্ক আজ বৃহস্পতিবার থেকে বিনা মূল্যে মাস্ক বিতরণ শুরু করবে। কানাডা বলেছে, স্থানীয়দের যদি বাড়ির বাইরে বের হতেই হয় তবে মাস্ক পরে বের হওয়া উচিত। এদিকে কর্মকর্তারা সতর্ক করেছেন, বিপজ্জনকভাবে এই পরিস্থিতি সপ্তাহান্তে অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে।
বেশির ভাগ ধোঁয়া কানাডার কুইবেক থেকে আসছে। ওই অঞ্চলে ১৫০টি স্থানে আগুন জ্বলছে। বুধবার কর্মকর্তারা বলেছেন, ওই প্রদেশের ১৫ হাজারের বেশি বাসিন্দাকে সরিয়ে নিতে হবে। নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হচুল বুধবার ঘোষণা দিয়েছেন, নিউ ইয়র্ক বৃহস্পতিবার বাসিন্দাদের জন্য এক মিলিয়ন মাস্ক বিতরণ করবে।
তিনি বলেন, ‘এটি একটি অস্থায়ী পরিস্থিতি। এটি কভিড নয়।’ গভর্নর আরো যোগ করে বলেন, নিউ ইয়র্ক সিটির বাস এবং ট্রেনগুলোতে উচ্চ মানের বায়ু পরিস্রাবণ ব্যবস্থা রয়েছে, ফলে যাত্রীদের ভ্রমণ নিরাপদ করবে। ‘এনভায়রনমেন্ট কানাডা’ জানিয়েছে, বৃহস্পতিবার টরন্টোতে আরো ধোঁয়ার সৃষ্টি হয়ে পরিস্থিতি আরো খারাপ হচ্ছে।
তবে মাস্ক দাবানলের ধোঁয়া থেকে খুব বেশি সুরক্ষা দিতে পারে না। এর আগে কানাডার চলমান দাবানলের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরও ছেয়ে যায়। নিউ ইয়র্কের ‘স্ট্যাচু অব লিবার্টি’ দূর থেকে ধূসর দেখাচ্ছে। এই অবস্থায় উত্তর আমেরিকা জুড়ে লাখ লাখ মানুষের জন্য বায়ু উচ্চঝুঁকিপূর্ণ হয়ে গেছে। ফলে সতর্কতা জারি করা হয়েছিল।
দাবানলের ধোঁয়া কানাডার টরন্টো, অন্টারিও ও কুইবেক থেকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি এবং কানেকটিকাট পর্যন্ত পৌঁছেছে। পূর্ব পেনসিলভানিয়া, নিউ ইয়র্ক এবং নিউ ইংল্যান্ডের অংশগুলোতে বায়ুর গুণগত মান সূচক সর্বোচ্চ ২০০ দেখাচ্ছে। এর অর্থ এমন পরিস্থিতি সবার জন্য খুবই অস্বাস্থ্যকর।