1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
করোনা সংক্রমণ সামলাতে হিমশিম খাচ্ছে হংকং - DeshBideshNews
November 24, 2024, 6:56 am
 

করোনা সংক্রমণ সামলাতে হিমশিম খাচ্ছে হংকং

  • Update Time : Friday, February 18, 2022
  • 257 Time View

দেশ বিদেশ রিপোর্ট : করোনা সংক্রমণ সামলাতে হিমশিম খাচ্ছে হংকং। করোনায় আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় রোগীদের জায়গা দিতে পারছে না স্থানীয় হাসপাতালগুলো। হাসপাতালের বাইরেও শয্যা পেতে অনেককে চিকিৎসা দিতে হচ্ছে। খবর বিবিসির।

৭৫ লাখ অধিবাসীর শহর হংকংয়ে করোনা মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত প্রায় ২৬ হাজার মানুষ সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে দুই শতাধিক মানুষের। একই আকারের অন্য শহরগুলোর তুলনায় হংকংয়ে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা তুলনামূলক কম হলেও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তা ছাড়া হংকংয়ে টিকা গ্রহণকারীর সংখ্যাও অপেক্ষাকৃত কম। জনগণকে টিকা গ্রহণে উদ্বুদ্ধ করার জন্য সরকারকে হিমশিম খেতে হচ্ছে।

এর মধ্যেই করোনার অমিক্রন ধরনের কারণে অঞ্চলটিতে সংক্রমণের পঞ্চম ঢেউ শুরু হয়েছে। গত বুধবার দৈনিক শনাক্ত রেকর্ড ৪ হাজার ২৮৫ জনে দাঁড়িয়েছে। গতকাল বৃহস্পতিবার হংকং কর্তৃপক্ষ জানায়, সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিন বছরের এক শিশুও রয়েছে। ১০ হাজারের বেশি মানুষ হাসপাতালে ভর্তির অপেক্ষায়। বিশেষজ্ঞরা আভাস দিয়েছেন, দৈনিক আক্রান্তের সংখ্যা বেড়ে ২৮ হাজারে পৌঁছাতে পারে।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ