1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
এবার ভিসানীতি কঠোর করলো নিউজিল্যান্ড - DeshBideshNews
November 25, 2024, 2:48 am
 

এবার ভিসানীতি কঠোর করলো নিউজিল্যান্ড

  • Update Time : Monday, April 8, 2024
  • 79 Time View
এবার ভিসানীতি কঠোর করলো নিউজিল্যান্ড

দেশ-বিদেশ নিউজ ডেস্ক: কর্মসংস্থান বা ওয়ার্ক ভিসার নিয়মে কড়াকড়ি আরোপ করার ঘোষণা দিয়েছে নিউজিল্যান্ড। দেশটিতে ২০২৩ সালে বিপুল সংখ্যক অভিবাসী আগমন করেছিল। কম দক্ষতাসম্পন্ন অভিবাসীদের ঢল ঠেকাতে রোববার (৭ এপ্রিল) ওয়ার্ক ভিসানীতি কঠোর করার ঘোষণা দিয়েছে নিউজিল্যান্ড সরকার। সোমবার (৮ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, নিউজিল্যান্ডের নতুন নীতিতে যেসব পরিবর্তন আনা হয়েছে এর মধ্যে রয়েছে ইংরেজি ভাষায় বিশেষ দক্ষতা। নিউজিল্যান্ডের অভিবাসন মন্ত্রণালয় বলছে, কম দক্ষতার চাকরিগুলোতেও এখন কেউ এই দেশে এসে কাজ করতে চাইলে ইংরেজি ভাষায় বিশেষ দক্ষতা থাকতে হবে। তা না হলে ওয়ার্ক ভিসা দেওয়া হবে না।

এমন ভিসা পাওয়ারা এখন থেকে আর ৫ বছর থাকতে পারবেন না। অনুমতি থাকবে তিন বছরের। নিউজিল্যান্ডের অভিবাসন মন্ত্রণালয় বলছে, গত বছর দেশটিতে রেকর্ড ১ লাখ ৭৩ হাজার অভিবাসী আসে। পরিসংখ্যান বলছে, নিউজিল্যান্ডে ৫১ লাখ মানুষ বাস করে। মহামারির পর থেকে সেখানে অভিবাসী বেড়েছে। এতে করে সেখানে আর্থিক খাত কিছুটা স্থবির।

নতুন ভিসানীতিতে দ্রুত চাকরি নিশ্চিত করে এমন পেশার তালিকায় ওয়েল্ডার, ফিটার এবং টার্নারের মতো ১১টি ক্ষেত্র যুক্ত করার আগের পরিকল্পনাগুলো বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ডের অভিবাসন মন্ত্রণালয়। দেশটির অভিবাসনমন্ত্রী এরিকা স্ট্যানফোর্ড বলেন, ‘দক্ষ ও কাজে আগ্রহী বিদেশি কর্মীদের বেশি টানতে চায় সরকার। এ তালিকায় থাকতে পারেন শিক্ষক। এই খাতে জনবল কম।’

তিনি আরো বলেন, ‘একই সঙ্গে আমাদের নিশ্চিত করতে হবে যে, চাকরিতে নিউজিল্যান্ডের অধিবাসীরা যেন অগ্রাধিকার পান। অভিবাসীদের কারণে আমাদের নিজ নাগরিকরা যেন বঞ্চিত না হন, সেদিকে অবশ্যেই লক্ষ্য রাখতে হবে। অভিবাসনমন্ত্রী বলেন, ‘আমাদের ইমিগ্রেশন সেটিংস ঠিক করা অর্থনীতির পুনর্গঠনের জন্য এই সরকারের পরিকল্পনার জন্য গুরুত্বপূর্ণ।’

দেশটির নীতিনির্ধারকদের মতে, অভিবাসীদের ঢল বাড়ি ও জিনিসপত্রের দাম বাড়িয়ে দিচ্ছে ও মুদ্রাস্ফীতির চাপ যুক্ত করছে। এদিকে, ওয়ার্ক ভিসানীতি কঠোর করার ঘোষণায় ‍উদ্বেগ প্রকাশ করেছে নিউজিল্যান্ডের এমপ্লয়ার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। সংস্থাটি জানিয়েছে, নতুন ভিসা নিয়মের অনাকাঙ্ক্ষিত পরিণতি হতে পারে।

সোমবার (৮ এপ্রিল) অ্যাসোসিয়েশনের হেড অব অ্যাডভোকেসি অ্যালান ম্যাকডোনাল্ড বলেন, ‘আমরা সঠিক কর্মীদের নিয়ে আসছি এবং তারা যাতে শোষিত না হয় তা নিশ্চিত করার জন্য সমর্থন দিচ্ছি। তবে কর্মসংস্থান খাতে ভারসাম্য ঠিক আছে কিনা তা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, ‘অনুপ্রাণিত কর্মীদের জন্য নিউজিল্যান্ডে আসা কঠিন করে তোলার অর্থ হল তারা অন্য কোথাও চলে যাবে। এটি দেশের অর্থনীতির ক্ষতি করবে।’

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ