দেশ-বিদেশ নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইপে সফরের পর প্রথমবার যুদ্ধজাহাজ পাঠানোর কথা জানিয়েছে মার্কিন নৌবাহিনী। তাইওয়ান প্রণালির আন্তর্জাতিক জলসীমা দিয়ে যাত্রা করেছে মার্কিন দুটি যুদ্ধজাহাজ। যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহর এক বিবৃতিতে জানিয়েছে, ক্ষেপণাস্ত্র ক্রুজার ‘ইএসএস অ্যান্টিটাম’ এবং ‘ইউএসএস চ্যান্সেলরসভিল’ রুটিন অনুযায়ী তাইওয়ান প্রণালীর আন্তর্জাতিক জলসীমায় প্রবেশ করেছে। আন্তর্জাতিক আইন মেনেই তা পরিচালনা করা হয়েছে।
যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং কানাডার মতো দেশগুলোর যুদ্ধ জাহাজ সাম্প্রতিক বছরগুলোয় নিয়মিত তাইওয়ান প্রণালি দিয়ে প্রবেশ করতে দেখা গেছে।
চীন অবশ্য এ নিয়ে চরম আপত্তি জানিয়ে আসছে। এসব এলাকা নিজেদের বলে দাবি করে আসছে দেশটি। চীনের হুঁশিয়ারি উপেক্ষা করে সম্প্রতি তাইওয়ান সফর করেন মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসি। পেলোসির সফরকে কেন্দ্র করে তাইওয়ানকে ঘিরে স্মরণকালের সবচেয়ে বড় সামরিক মহড়ার আয়োজন করে চীনা সামরিক বাহিনী। ফলে অঞ্চলটিতে যুদ্ধাবস্থা তৈরি হয়।
মার্কিন যুদ্ধজাহাজ তাইওয়ান প্রণালিতে প্রবেশ নিয়ে চীনের তাৎক্ষণিক প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।