নিজস্ব প্রতিবেদক : আল জাজিরার সাংবাদিক শিরীন আবু আকলেহ গত ১১মে অধিকৃত পশ্চিম তীরের জেনিনে ইসরায়েলি বাহিনী’র গুলি’তে নিহত হয়েছেন। জানা গেছে- আল জাজিরার আরবি সংস্করণে কাজ করতেন শিরিন। ৫১ বছর বয়সী ফিলিস্তিনি-আমেরিকান এই টিভি সংবাদদাতা ‘প্রেস’ লেখা একটি প্রতিরক্ষামূলক জ্যাকেট পরে অন্য সাংবাদিকদের সঙ্গে দাঁড়িয়েছিলেন। তখন তাকে গুলি করা হয়। সঙ্গে সঙ্গে তিনি মুখ থুবড়ে মাটিতে পড়ে যান এবং সেখানেই মারা যান।
আরেক ফিলিস্তিনি সাংবাদিক আলী আল সামুদিকে পিঠে গুলি করা হয়েছে। তিনি আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা স্থিতিশীল।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আল জাজিরার সাংবাদিকরা জানান- বুধবার পশ্চিম তীরের জেনিন শহরের কাছে ইসরায়েলি বাহিনীর তল্লাশির খবর সংগ্রহ করতে গিয়েছিলেন শিরীন। ওই সময় গুলিবিদ্ধ হয়ে শিরীন সেখানেই মারা যান।
আরো জানা গেছে- খুবই প্রশংসিত একজন সাংবাদিক ছিলেন শিরিন। ২০০০ সালে ফিলিস্তিনে দ্বিতীয় ইন্তিফাদা শুরুর সময় থেকে তিনি আল জাজিরার সঙ্গে যুক্ত।