1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
ইরানে হিজাববিরোধী বিক্ষোভ, নিহত ৭৫ - DeshBideshNews
November 25, 2024, 10:24 pm
 

ইরানে হিজাববিরোধী বিক্ষোভ, নিহত ৭৫

  • Update Time : Tuesday, September 27, 2022
  • 186 Time View
ইরানে হিজাববিরোধী বিক্ষোভ, নিহত ৭৫

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : ইরানে তরুণী মাশা আমিনির মৃত্যুর ঘটনায় হিজাববিরোধী অব্যাহত বিক্ষোভে মৃতের সংখ্যা ৭৫ ছাড়িয়েছে। নরওয়ের রাজধানী অসলোভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) বিক্ষোভে মৃতের সংখ্যা সম্পর্কে এ দাবি করেছে। এদিকে গত শনিবার থেকে ইরানি কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, মৃতের সংখ্যা ৪১-এ সীমাবদ্ধ রয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে ইরানের নিরাপত্তা বাহিনীর কয়েকজন সদস্যও রয়েছেন। প্রায় তিন বছরের মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভের মুখে পড়েছে দেশটি।

ইরানের কঠোর পোশাকবিধি লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তারের পর গত ১৬ সেপ্টেম্বর পুলিশ হেফাজতে আমিনির মৃত্যু হয়। তাঁর মৃত্যুর পর থেকে লাগাতার হিজাববিরোধী বিক্ষোভ চলছে। এর সঙ্গে যুক্ত হয়েছে হিজাবপন্থীদের বিক্ষোভ। হিজাবের পক্ষে-বিপক্ষে বিক্ষোভের জেরে ইরানের পরিস্থিতি বেশ অস্থিতিশীল। প্রত্যক্ষদর্শীরা এএফপিকে জানায়, গত সোমবার রাতে বিক্ষোভকারীরা আবারও রাস্তায় নেমে আসে।

আমিনির নিজ প্রদেশ কুর্দিস্তানের রাজধানী সানান্দাজে হিজাববিরোধী নারীদের উল্লাসের ছবি প্রকাশ করেছে আইএইচআর। ঘটনাস্থলে কোনো পুলিশ দেখা যায়নি।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ