আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন সেনাবাহিনীর কাছে সামরিক সরঞ্জামাদি পাঠাবে কানাডা। তবে তারা রাশিয়ার সামরিক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে সৈন্য পাঠানোর কথা নাকচ করে দিয়েছে। আজ রবিবার (২৭ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে দেশটির পক্ষ থেকে এমনটা জানানো হয়েছে।
বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানায়- কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জলি এক সংবাদ সম্মেলনে বলেন- ইউক্রেনের সৈন্যদের বুলেটপ্রুফ জ্যাকেট, হেলমেট, গ্যাস মাস্ক ও নাইট ভিশন সরঞ্জামাদি প্রয়োজন। আমরা এমন অপ্রাণঘাতী সামরিক সরঞ্জামাদি পাঠাবো।