আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এবং প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন আজ রোববার কিয়েভ সফর করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। (খবর রয়টার্সের)
সফররত মার্কিন মন্ত্রীদের সঙ্গে আলোচনায় তিনি ইউক্রেনে ভারি অস্ত্র সরবরাহ নিশ্চিত করার আশা প্রকাশ করেছেন।
কিয়েভে এক সংবাদ সম্মেলনে জেলেনস্কি এ সময় হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন- রাশিয়া যদি যুদ্ধবিধ্বস্ত শহর মারিউপোলে অবরুদ্ধ ইউক্রেনীয়দের ওপর হামলা করে বা নতুন দখলকৃত ইউক্রেনের মাটিতে আরও বিচ্ছিন্ন প্রজাতন্ত্র তৈরি করতে গণভোট আয়োজন করে তবে কিয়েভ মস্কোর সঙ্গে আলোচনা চালিয়ে যাবে না।
মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র নেড প্রাইস আজ রোববার যুক্তরাষ্ট্র ও মিত্ররা ইউক্রেনকে পর্যাপ্ত ভারি অস্ত্র সরবরাহ করছে কি না জানতে চাইলে বিবিসিকে বলেন- আমরা আমাদের ইউক্রেনীয় অংশীদারদের রুশ আগ্রাসনকে প্রতিহত করার জন্য যা প্রয়োজন তা সঠিকভাবে সরবরাহ করছি এবং করবো।