1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
ইউক্রেন ন্যাটোয় যোগ দিলে বিশ্বযুদ্ধ শুরু হবে: রাশিয়া - DeshBideshNews
November 26, 2024, 1:33 am
 

ইউক্রেন ন্যাটোয় যোগ দিলে বিশ্বযুদ্ধ শুরু হবে: রাশিয়া

  • Update Time : Thursday, October 13, 2022
  • 84 Time View
ইউক্রেনের ৪০টিরও বেশি শহরে রাশিয়ার হামলা

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোতে যোগ দিলে ইউক্রেন যুদ্ধ নিশ্চিতভাবে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে মোড় নেবে। বৃহস্পতিবার রাশিয়ার নিরাপত্তা কাউন্সিল এ হুমকি দিয়েছে। ৩০ সেপ্টেম্বর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আনুষ্ঠানিকভাবে ইউক্রেনের ভূখণ্ডের প্রায় ১৮ শতাংশ পর্যন্ত অধিগ্রহণের ঘোষণা দেন। এর কয়েক ঘণ্টা পরই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ন্যাটোর সদস্যপদ পেতে আবেদন করেন। ইউক্রেনের জন্য পূর্ণ ন্যাটো সদস্যপদ পাওয়া সময়সাপেক্ষ, কারণ এতে জোটের ৩০ সদস্যদের প্রত্যেকের সম্মতি প্রয়োজন।

রুশ বার্তা সংস্থা তাস ভেনেডিক্টভকে উদ্ধৃত করে বলেছে, কিয়েভ ভালো মতোই জানে এ ধরনের পদক্ষেপের অর্থ হবে তৃতীয় বিশ্ব যুদ্ধ নিশ্চিত করা। পুতিনের শক্তিশালী মিত্র ভেনেডিক্টভ জানিয়েছেন, তিনি ইউক্রেনের আবেদনকে প্রোপাগান্ডা বলে মনে করেন। কারণ, পশ্চিমারা ন্যাটোতে ইউক্রেনের সদস্যপদ পাওয়ার পরিণতি ইতিমধ্যেই বুঝতে পেরেছে।

তিনি বলেছেন, এ ধরনের পদক্ষেপের আত্মঘাতী ফলাফল ন্যাটো সদস্যরা নিজেরাই বুঝতে পেরেছে।

পুতিন বারবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ন্যাটোর সম্প্রসারণের জন্য আপত্তি তুলেছেন। বিশেষ করে ইউক্রেন এবং জর্জিয়ার মতো প্রাক্তন সোভিয়েত প্রজাতন্ত্রের জন্য তার বেশি আপত্তি রয়েছে, কারণ সোভিয়েত ইউনিয়নের উত্তরাধিকারী রাশিয়া তাদের নিজস্ব প্রভাব বলয়ের অংশ মনে করে থাকে। রাশিয়া এবং যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক শক্তি। বিশ্বের প্রায় ৯০ শতাংশ পারমাণবিক অস্ত্রের নিয়ন্ত্রণ তাদের কাছে। রাশিয়ার বিরুদ্ধে প্রতিরোধমূলক হামলার জন্য জেলেনস্কির আহ্বান বিপজ্জনক বলে মন্তব্য করেছেন ভেনেডিক্টভ।

তিনি আরো বলেছেন, আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে একটি পারমাণবিক সংঘাতের প্রভাব পুরো বিশ্বের ওপর পড়বে। শুধুমাত্র রাশিয়া এবং পশ্চিমাদের জোট নয়, এ গ্রহের প্রতিটি দেশ এর ফল ভোগ করবে। যার পরিণাম পুরো মানবজাতির জন্য বিপর্যয় বয়ে আনবে।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ