আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে রাশিয়া আগ্রাসনে প্রায় ৪০০ হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র ধ্বংস হয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
৬ মে শুক্রবার একদল চিকিত্সকের উদ্দেশে দেওয়া ভিডিও বার্তায় জেলেনস্কি এ দাবি করেন।
জেলেনস্কি বলেন- হামলার কারণে চিকিত্সকরা ওষুধ সংকটে পড়েছেন। ফলে ক্যানসার রোগীদের চিকিত্সা ও অস্ত্রোপচারের কাজ ব্যাহত হচ্ছে। দেশের পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলের যেসব জায়গায় তুমুল লড়াই চলছে, সেখানে সাধারণ অ্যান্টিবায়োটিক ওষুধও পাওয়া যাচ্ছে না। ইউক্রেনের যেসব অঞ্চল রাশিয়া বাহিনীর দখলে আছে, সেখানে পরিস্হিতি আরো ভয়াবহ। ইনসুলিন পাওয়া খুবই দুষ্কর। সার্জারি করাও সম্ভব হচ্ছে না। অ্যান্টিবায়োটিকের চরম সংকট চলছে।
ইউক্রেন জানিয়েছে- মারিউপোলের দক্ষিণ-পূর্বাঞ্চল থেকে আরো অন্তত ৫০০ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। একই সঙ্গে ইউক্রেনের যোদ্ধাদের সঙ্গে আজভস্টাল ইস্পাত কারখানা কমপ্লেক্সে আটকে পড়া নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। দেশটির হেড অফ প্রেসিডেন্সিয়াল স্টাফ আন্দ্রি ইয়েরমেক উদ্ধার অভিযানের অগ্রগতি সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য দেননি।