আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ১১টি রাজনৈতিক দলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন। এই দলগুলো রুশপন্থী বলে পরিচিত। এদের মধ্যে আবার কয়েকটি দলের বিরুদ্ধে অভিযোগ- রাশিয়ান সরকারের সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে- এক ভিডিও বার্তায় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বেশ কয়েকটি রাজনৈতিক দলের নাম নিয়েছেন। যার মধ্যে বিরোধী দল ‘ফর লাইফ’ অন্যতম। তারা রাশিয়ান পন্থী অন্যতম বড় দল এবং ইউক্রেনের পার্লামেন্টের প্রতিনিধি।
নিষেধাজ্ঞা দেওয়া অন্য দলগুলো হলো- বিরোধী ব্লক, পার্টি অব শারিয়া, আওয়ারস, বামপন্থী বিরোধী দল, ইউনিয়ন অব লেফট ফোর্সেস, ষ্ট্যাট, প্রগ্রেসিভ সোশ্যাইলিস্ট পার্টি অব ইউক্রেন, সোশ্যাইলিস্ট পার্টি ইউক্রেন, সোশ্যাইলিস্ট এবং ভ্লাদিমির সালডো ব্লক।