আন্তর্জাতিক ডেস্ক : আজ সোমবার, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পঞ্চম দিন আজ। বিবিসি’র প্রতিবেদনে বলা হয়েছে এদিন ইউক্রেনের রাজধানী কিয়েভে ভোরের আলো ফুটেছে বিমান হামলার সতর্কসংকেতের মধ্য দিয়ে। বোমার আঘাত থেকে বাঁচতে শহরের অনেক বাসিন্দা এখনো মাটির নিচে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন।
ইউক্রেন দাবি করেছে- রাজধানী কিয়েভকে লক্ষ্য করে রুশ সেনাদের বেশ কয়েকটি হামলা প্রচেষ্টা থামিয়ে দিতে পেরেছে তারা। স্থানীয় সময় আজ ভোরে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর কমান্ডার কর্নেল জেনারেল আলেকজান্ডার সিরস্কি এক বিবৃতিতে বলেন- আমরা দেখিয়ে দিয়েছি, অনাকাঙ্ক্ষিত অতিথি থেকে আমরা আমাদের মাতৃভূমিকে সুরক্ষা দিতে পারি।
ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভেও বিস্ফোরণের খবর পাওয়ার কথা জানিয়েছে বিবিসি।
ইউক্রেনে পঞ্চম দিনের মতো রুশ হামলা অব্যাহত রয়েছে। তবে রুশ সেনারা ইউক্রেনের বিভিন্ন স্থানে প্রতিরোধের মুখে পড়ছেন। কয়েকটি শহরে পথে পথে দুই পক্ষের মধ্যে যুদ্ধ চলছে।