দেশ-বিদেশ নিউজ ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি গতকাল বুধবার বলেছেন, পূর্ব ইউক্রেনের একটি বিপণি এলাকায় এদিন রাশিয়ার হামলায় ১৬ জন নিহত ও তার চেয়ে বেশি লোক আহত হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের কিয়েভ সফরের মধ্যে জেলেনস্কি সোশ্যাল মিডিয়ায় দেওয়া পোস্টে নিজে এ হামলা ও হতাহতের খবর দিলেন। জেলেনস্কি সোশ্যাল মিডিয়ায় দেওয়া পোস্টে বলেন, ‘এই মুহূর্তে, রাশিয়ার সন্ত্রাসীদের গোলা দোনেত্স্ক অঞ্চলের কোস্তিআন্তিনিভকা শহরে ১৬ জনকে হত্যা করেছে। একটি সাধারণ বাজার, দোকানপাট, একটি ফার্মেসি এর শিকার।
কিছুই করেনি এমন মানুষ অনেক আহত হয়েছে। প্রধানমন্ত্রী ডেনিস স্মিগাল ওই হামলার বিস্ফোরণের নিরাপত্তা ক্যামেরার ফুটেজ পোস্ট করেছেন। এতে দেখা যায়, স্থানীয় বাসিন্দারা নিরাপত্তার জন্য দৌড়াচ্ছে। প্রধানমন্ত্রী জানান, নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে। ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইগর ক্লাইমেনকো সোশ্যাল মিডিয়ার পোস্টে বলেছেন, রুশ হামলাটিতে ২৮ জন আহত হয়েছে। কোস্তিআন্তিনিভকা পূর্ব ইউক্রেনের শিল্প অঞ্চল দোনেস্কে অবস্থিত। আনুমানিক ৭০ হাজার বাসিন্দার শহরটি রণাঙ্গনের অদূরেই। দোনেত্স্ক অঞ্চল ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া হামলা শুরু করার পর থেকে লড়াইয়ের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে।
অঞ্চলটি ২০১৪ সাল থেকেই আংশিকভাবে ক্রেমলিনসমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের হাতে নিয়ন্ত্রিত। রাশিয়ার সরকারি কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে হামলার দায় স্বীকার করেননি। তাঁরা এর আগেও সাধারণ নাগরিকদের লক্ষ্যবস্তু করার কথা অস্বীকার করেছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ইউক্রেনের রাজধানী কিয়েভ সফরের মধ্যে এ হামলার ঘটনা ঘটল। সেখানে ব্লিংকেনের সঙ্গে জেলেনস্কির সাক্ষাতের কথা ছিল। ধারণা করা হয়েছিল, ব্লিংকেন তাঁর সফরে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের জন্য একটি নতুন মার্কিন সহায়তা প্যাকেজ ঘোষণা করবেন।