1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
ইউক্রেনে প্রতিটা গণকবরে ৬৭টি লাশ দাফন করা হচ্ছে... - DeshBideshNews
November 24, 2024, 2:58 pm
 

ইউক্রেনে প্রতিটা গণকবরে ৬৭টি লাশ দাফন করা হচ্ছে…

  • Update Time : Tuesday, March 15, 2022
  • 299 Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনে কিছু এলাকায় এতটাই বোমা হামলা করা হচ্ছে যে নিহতদের কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই গণকবর খুঁড়ে সমাহিত করতে বাধ্য হতে হচ্ছে। এমনটি দাবি করেছেন ইউক্রেনের মারিওপোলের উপ মেয়র ওরলভ। খবর বিবিসি’র।

বিবিসি’র প্রতিবেদনে বলা হয়- ইউক্রেনের মারিওপোল শহরটি রাশিয়া বাহিনীর ঘেরাও করে রেখেছে। এছাড়াও খারকিভ, চেরনিহিভসহ রাজধানী কিইভের কাছের কিছু শহরেও এখন অনেকটা কঠিন অবস্থা বিরাজ করছে।

এসব শহরের ইউক্রেনের গুরুত্বপূর্ণ বন্দরনগরী মারিওপোলে রাশিয়ার অবিরাম গোলাবর্ষণে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। সেখানে গত দুই সপ্তাহে খোঁড়া হয়েছে বেশ কয়েকটি গণকবর।

মারিওপোলের উপ মেয়র ওরলভ বিবিসিকে বলেন- নিহতদের ব্যক্তিগত কবরস্থানে দাফন করতে পারছি না আমরা। কারণ কবরস্থানগুলো নগরীর সীমানার বাইরে। আর সীমানা ঘিরে আছে রাশিয়া বাহিনী।

ইউক্রেনের মারিওপোলের সিটি কাউন্সিলর বিবিসি’কে জানান- নগরীটিতে বেসামরিক নাগরিক নিহত সংখা দুই হাজার ১০০ ছাড়িয়েছে। রাশিয়ার প্রচণ্ড গোলাবর্ষণের কারণে মরিওপোল থেকে কেউ বের হতে পারছে না। এমনকি নাগরিকদের সরাতে নিরাপদ জোন খোলার চেষ্টা করার পরও পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি।

মারিওপোলের সিটি কাউন্সিলর আরো জানান- প্রতিটা গণকবরে ৬৭টি লাশ দাফন করা হচ্ছে।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ