আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের বন্দরনগরী মারিউপোলে অস্ত্রবিরতি ঘোষণা করেছে রাশিয়া। বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতে স্থানীয় সময় আজ বৃহস্পতিবার সকাল থেকে এ অস্ত্রবিরতি শুরু হওয়ার কথা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। খবর বিবিসির।
এদিকে মারিউপোল থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতে আজ বৃহস্পতিবার ইউক্রেন সেখানে ৪৫টি বাস পাঠিয়েছে। ইউক্রেনের ডেপুটি প্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুক এ কথা জানান।
রুশ-নিয়ন্ত্রিত বন্দর বেরদিয়ানস্কের মধ্য দিয়ে মারিউপোল থেকে জাপোরিঝঝিয়ায় স্থানীয় সময় আজ সকাল ১০টায় এ মানবিক করিডর খুলে দেওয়া হবে।
দুই পক্ষ থেকেই আস্থার সংকটের অভিযোগের মধ্যে মারিউপোলে অস্ত্রবিরতি কার্যকরের আগের উদ্যোগগুলো ভেস্তে যায়। হাজারো বেসামরিক নাগরিককে জোরপূর্বক রাশিয়া অথবা রাশিয়া-নিয়ন্ত্রিত এলাকায় স্থানান্তর করা হয়েছে বলেও রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
এদিকে সর্বশেষ গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে- চেরনিহিভ শহরের আশপাশে হামলা কমানোর পরিকল্পনার কথা জানালেও রুশ বাহিনীর গোলাবর্ষণ ও ক্ষেপণাস্ত্র হামলা লক্ষণীয়ভাবে অব্যাহত রয়েছে।
গোয়েন্দা তথ্যে সতর্ক করে বলা হয়- সামনের দিনগুলোতে ইউক্রেনের রাজধানী কিয়েভের উপকণ্ঠে ব্যাপক লড়াই হতে পারে। কারণ- শহরের পূর্ব ও পশ্চিম দিকে এখনো রুশ বাহিনী তাদের অবস্থান ধরে রেখেছে, যদিও স্বল্পসংখ্যক ইউনিটকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। মারিউপোলে ব্যাপক লড়াই অব্যাহত রয়েছে। ইউক্রেনীয় বাহিনী এখনো শহরের নিয়ন্ত্রণ ধরে রেখেছে।