দেশ-বিদেশ নিউজ ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অনুরোধ প্রত্যাখ্যান করেছে বিশ্বকাপ ফুটবলের আয়োজক সংস্থা ফিফা। কাতার বিশ্বকাপের মঞ্চকে ব্যবহার করে বিশ্ববাসীকে বার্তা দিতে চেয়েছিলেন জেলেনস্কি। তবে এ ক্ষেত্রে ফিফার তরফ থেকে নেতিবাচক ফলাবর্তন এসেছে। সিএনএন জানিয়েছে, ফিফার সঙ্গে এ ব্যাপারে ইউক্রেনের আলোচনা চলমান রয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট সরকারি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের বৈশ্বিক আয়োজনগুলোতে শান্তি ও সহায়তার জন্য বারবার আবেদন করেছেন। তিনি ইসরায়েলের পার্লামেন্ট, মার্কিন আইন প্রণেতাদের কাছে, গ্র্যামি অ্যাওয়ার্ড, কান ফিল্ম ফেস্টিভাল এবং জি-২০ শীর্ষ সম্মেলনে বক্তব্য রেখেছেন। জঁ পল এবং ডেভিড লেটারম্যান, বেয়ার গ্রিলসসহ বিভিন্ন সাংবাদিক এবং বিখ্যাত বিনোদনকারীদের সাথে সাক্ষাৎকার এবং কথোপকথনও চালিয়ে গেছেন জেলেনস্কি।
রবিবার বিশ্বকাপ ফুটবলের ফাইনালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিশ্ববাসীকে বার্তা দিতে চেয়েছিলেন জেলেনস্কি। তবে ইউক্রেনের সেই অনুরোধ নাকচ করে দিয়েছে ফিফা। কারণ হিসেবে ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো জানিয়েছেন, বিশ্বকাপকে কোনো রকম রাজনৈতিক কারণে ব্যবহার করা হোক, তা চান না।
এনডিটিভি জানিয়েছে, ফিফার ধারণা, বিশ্বকাপের মঞ্চকে রাশিয়াবিরোধী প্রচারের জন্য ব্যবহার করতে চাইছে ইউক্রেন। জেলেনস্কিকে বক্তব্য দেওয়ার অনুমতি দিলে ফিফার বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ উঠবে। অযাচিতভাবে বিতর্কে জড়িয়ে যাবে বিশ্বকাপ ফুটবল। সে কারণেই ইউক্রেনের প্রেসিডেন্টের অনুরোধ নাকচ করে দেওয়া হয়েছে। ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো সাফ জানিয়ে দিয়েছেন, ফিফা আন্তর্জাতিক সংগঠন। আমরা কখনোই কোনো বিষয়ে কাউকে আলাদা চোখে দেখতে পারি না। আমাদের সবাইকে সঙ্গে নিয়ে চলতে হবে। ইউক্রেনে হামলা চালানোর জন্য বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বে খেলতে দেওয়া হয়নি রাশিয়াকে। রাশিয়ার অভিযোগ, ফিফা পক্ষপাতিত্ব করেছে।