আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় শহর খারকিভ দখলের উদ্দেশে প্যারাসুটে করে নামছে রুশ বাহিনীর প্যারা-মিলিটারি সদস্যরা। খবর বিবিসি’র।
খারকিভে প্যারা-মিলিটারি সদস্যরা নামার পরেই সংঘাত শুরু হয়। এসময় শহরে এয়ার সাইরেন বাজানো হয়। খারকিভের আশপাশেও সংঘর্ষের ঘটনা ঘটেছে বলা জানিয়েছে ইউক্রেনের সামরিক কর্তৃপক্ষ।
গত কয়েকদিন ধরেই ইউক্রেনে রুশ আগ্রাসনে খারকিভ সংঘর্ষের অন্যতম কেন্দ্রে পরিণত হয়েছে। মঙ্গলবার (১ মার্চ) খারকিভের কেন্দ্রে অবস্থিত প্রশাসনিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলা করেছে রুশ বাহিনী। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান।
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ভাইরাল হওয়া এক ভিডিওতে খারকিভের কেন্দ্রস্থলে ফ্রিডম চত্বরে অবস্থিত প্রশাসনিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ধরা পড়েছে। মঙ্গলবার সকাল ৮টার দিকে এই হামলা করা হয়।