1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
'ইউক্রেনের কিয়েভ ও চেরনিহিভ থেকে সব সেনা সরিয়ে নিয়েছে রাশিয়া' - DeshBideshNews
November 24, 2024, 6:59 pm
 

‘ইউক্রেনের কিয়েভ ও চেরনিহিভ থেকে সব সেনা সরিয়ে নিয়েছে রাশিয়া’

  • Update Time : Thursday, April 7, 2022
  • 345 Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের কিয়েভ এবং চেরনিহিভ থেকে রাশিয়া বাহিনী’কে পুরোপুরি সরিয়ে নেওয়া হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের কর্মকর্তারা। (খবর বিবিসি’র)

গতকাল বুধবার পেন্টাগনের এক কর্মকর্তা সাংবাদিকদের বলেন- কিয়েভ ও চেরনিহিভের আশপাশে থেকে প্রত্যাহার সম্পন্ন করেছে রুশ বাহিনী। পুনর্গঠন ও মোতায়েনের জন্য তারা বেলারুশ ও রাশিয়ায় আছে।

পেন্টাগন মুখপাত্র জন কিরবি আরও বলেন- আমরা কিয়েভে কিংবা এর আশপাশে এবং চেরনিহিভ কিংবা এর আশপাশে রুশ বাহিনীকে দেখতে পাচ্ছি না।

নাম প্রকাশ না করার শর্তে পেন্টাগনের একজন সিনিয়র কর্মকর্তা বলেন- ভবিষ্যতে রুশ বাহিনী আবার কিয়েভের দিকে ফিরে আসতে পারে। তবে পিছু হটে যাওয়া সেনারাই ফিরবেন কি না, তা অস্পষ্ট। তিনি আরও বলেন- ইউক্রেনে পাঠানো ১৩০টি রুশ ব্যাটালিয়নের মধ্যে এখনো ৮০টি ব্যাটালিয়ন দেশটিতে অবস্থান করছে।

ইউক্রেনে রুশ আগ্রাসন আজ বৃহস্পতিবার ৪৩তম দিনে গড়িয়েছে। ন্যাটো সামরিক জোটে যোগদানে কিয়েভের পদক্ষেপ নিজেদের নিরাপত্তা জন্য হুমকি ঘোষণা দিয়ে দেশটিতে হামলা শুরু করে রাশিয়া। শুরুতে রাজধানী কিয়েভকে প্রায় তিন দিক থেকে রুশ বাহিনী ঘিরে ফেললেও ইউক্রেনীয় বাহিনীর তীব্র প্রতিরোধের মুখে শেষ পর্যন্ত পিছু হটে।

উত্তর এবং উত্তর-পূর্বাঞ্চল থেকে সেনা সরিয়ে পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলে শক্তি বাড়াচ্ছে রুশ বাহিনী। পশ্চিমা সামরিক বিশ্লেষকেরা বলছেন- এ যুদ্ধের প্রাথমিক লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে রাশিয়া।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ