আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের খারকিভে গতকাল শনিবার (২৬ ফেব্রুয়ারি) ঢুকে পড়ে রুশ সেনারা। দুই পক্ষের মধ্যে এই শহরে তুমুল লড়াইয়ের খবর পাওয়া গেছে। এর মধ্যে আজ রবিবার খারকিভ অঞ্চলের গভর্নর জানিয়েছেন- ইউক্রেনীয় বাহিনী খারকিভ শহরটির নিয়ন্ত্রণ আবার পুনর্দখল করেছে।
টেলিগ্রামে এক পোস্টে ওলেহ সিনেহুবভ বলেন-খারকিভের নিয়ন্ত্রণ এখন পুরোপুরি আমাদের হাতে। সশস্ত্র বাহিনী, পুলিশ ও প্রতিরক্ষা বাহিনী মিলে কাজ করছে এবং শহরটিকে শত্রুদের হাত থেকে সম্পূর্ণ মুক্ত করছে।
খারকিভের বেসামরিক লোকেরাও বিবিসিকে বলেছে- এখন শহরটি ইউক্রেনীয় নিয়ন্ত্রণে ফেরত এসেছে।