1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
আলোচনায় বসল ইরান ও সৌদি আরব - DeshBideshNews
November 28, 2024, 10:52 am
 

আলোচনায় বসল ইরান ও সৌদি আরব

  • Update Time : Thursday, April 6, 2023
  • 84 Time View
আলোচনায় বসল ইরান ও সৌদি আরব

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : অবশেষে চীনের মধ্যস্থতায় আলোচনায় বসেছে দুই প্রতিদ্বন্দ্বী ইরান ও সৌদি আরব। আজ বৃহস্পতিবার (৬ এপ্রিল) বেইজিংয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান ও সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আলোচনায় বসেছেন বলে জানা গেছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৬ সালের পর প্রথমবারের মতো আলোচনায় বসেছেন দুই দেশের উচ্চ পর্যায়ের মন্ত্রীরা। সৌদি আরব ২০১৬ সালের জানুয়ারি মাসে তেহরানের সৌদি দূতাবাস ও মাশাহদের সৌদি কনস্যুলেটে একদল উত্তেজিত জনতার হামলার অজুহাতে ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। এদিকে সৌদির আল-এখবারিয়া টিভি একটি সংক্ষিপ্ত ভিডিও সম্প্রচার করেছে। ভিডিওতে দেখা গেছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান ও সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান চীনে একে অপরকে শুভেচ্ছা জানাচ্ছেন।

এর আগে গত মাসে চীনে নিম্ন স্তরের আলোচনার সময়ও দুই দেশ কূটনৈতিক সম্পর্ক আবার স্থাপনে সম্মত হয়। বেইজিংয়ে রিয়াদ ও তেহরানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করা হয়। চীন ওই চুক্তি স্বাক্ষরকে স্বাগত জানিয়েছে। শর্ত ছিল, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে বসবেন এবং চুক্তি স্বাক্ষরের দুই মাসের মধ্যে কূটনৈতিক মিশন বিনিময় করবেন। সেই শর্ত অনুযায়ী আজ বৈঠকে বসেছেন ইরান ও সৌদির পররাষ্ট্রমন্ত্রীরা।

 

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ