আন্তর্জাতিক ডেস্ক : হামলা চলাকালে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাউকে হত্যা করলে রুশ সেনাদের বিচারের মুখোমুখি হতে হবে। আমরা রাশিয়া’কে ক্ষমা করব না। আমরা রাশিয়াকে ভুলবো না। এ যুদ্ধে যারা নৃশংস হামলা চালিয়েছে, তাদের সবাইকে আমরা আমাদের দেশেই শাস্তি দেব।
ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে স্থানীয় সময় গতকাল রোববার রাতে মস্কোর সেনাবাহিনীর উদ্দেশে দেওয়া এক ভাষণে এ হুঁশিয়ারি দেন জেলেনস্কি। খবর বিবিসির।
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন- পৃথিবীতে রাশিয়ার জন্য কবর ছাড়া আর কোনো শান্তির জায়গা থাকবে না। পরিস্থিতি দেখে মনে হচ্ছে- এখন পর্যন্ত ইউক্রেনে রাশিয়ার সেনাবাহিনী যত হামলা চালিয়েছে, তা যথেষ্ট নয়। রুশ সেনাবাহিনী বিভিন্ন এলাকা ধ্বংস করে ও প্রাণ নিয়েই শান্ত হয়নি। তারা আরও মানুষ হত্যা করতে চায়।
রাশিয়ার বিরুদ্ধে আরও ব্যবস্থা নিতে পশ্চিমা বিশ্বের নেতাদের প্রতি আহবান জানিয়েছেন জেলেনস্কি।
ইউক্রেনে রাশিয়ার হামলার ১২ দিন আজ সোমবার। গতকাল রুশ বাহিনীর হামলায় ইউক্রেনের মধ্যাঞ্চলের ভিনিতসিয়া বিমানবন্দর ধ্বংস হয়েছে বলে দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন। তিনি বলেছেন- ভিনিতসিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। নিক্ষেপ করা হয়েছে আটটি রকেট। বিমানবন্দরটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। রুশ বাহিনী এখন বন্দরনগরী ওডেসায় গোলা নিক্ষেপের প্রস্তুতি নিচ্ছে।
ইউক্রেনে রুশ হামলায় ৩৬৪ বেসামরিক নাগরিক নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে জাতিসংঘ। যদিও ইউক্রেন কর্তৃপক্ষের ভাষ্যমতে- এ সংখ্যা দুই হাজারের বেশি। আর হামলা শুরুর পর এখন পর্যন্ত ইউক্রেন থেকে ১৫ লাখের বেশি মানুষ পাশের দেশগুলোতে আশ্রয় নিয়েছেন বলে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে।