আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের কাবুলের একটি মসজিদে বিস্ফোরণ ঘটেছে। প্রায় ৬৬ জন নিহত হয়েছে। আরও অনেকে আহত হয়েছেন। (খবর রয়টার্সের)
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়- স্থানীয় সময় শুক্রবার (২৯ এপ্রিল) এ ঘটনা ঘটে। পবিত্র রমজান মাসে দেশটিতে সাধারণ মুসল্লিদের টার্গেট করে বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটলো।
তালেবান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক ডেপুটি মুখপাত্র বেসমুল্লাহ হাবিব জানান- আফগানিস্তানের কাবুলের খলিফা সাহিব মসজিদে এ বিস্ফোরণ ঘটে। রমজানের শেষ শুক্রবার, জুমার দিন উপলক্ষে শত শত মুসল্লি অংশ নিয়েছিলেন নামাজে। সেসময় বিস্ফোরণের এ ঘটনা।
মসজিদের প্রধান সাইদ ফাজিল আঘা বলেন- ধারণা করা হচ্ছে আত্মঘাতী কোনো হামলাকারী অংশ নিতে পারেন নামাজে। তিনি বলেন, আমি বেঁচে গেছি, কিন্তু স্বজন হারিয়েছি।