1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
মাঙ্কিপক্স সংক্রমণকে জরুরি স্বাস্থ্য পরিস্থিতি ঘোষণা - DeshBideshNews
November 24, 2024, 4:53 pm
 

মাঙ্কিপক্স সংক্রমণকে জরুরি স্বাস্থ্য পরিস্থিতি ঘোষণা

  • Update Time : Saturday, July 23, 2022
  • 307 Time View
মাঙ্কিপক্স সংক্রমণকে জরুরি স্বাস্থ্য পরিস্থিতি ঘোষণা

দেশ বিদেশ অনলাইন : মাঙ্কিপক্সের সংক্রমণকে বৈশ্বিক জরুরি স্বাস্থ্য পরিস্থিতি বলে ঘোষণা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শনিবার মাঙ্কিপক্স নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দ্বিতীয়বারের জরুরি বৈঠকের পর এ ঘোষণা আসলো।

বিশ্বব্যাপী কোনো রোগের সংক্রমণ ছড়িয়ে পড়লে এই জরুরি পরিস্থিতি বা অবস্থা ঘোষণা হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া সর্বোচ্চ সতর্কতা। বর্তমানে মাঙ্কিপক্স ছাড়াও এই ধরনের আরও জরুরি অবস্থায় রয়েছে। সেগুলো হলো, করোনভাইরাস মহামারি এবং পোলিও নির্মূলের অব্যাহত প্রচেষ্টা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ড. টেডরস আধানম গেব্রিয়াসাস বলেছেন, এখন ৭৫টি দেশ থেকে ১৬ হাজারেরও বেশি সংক্রমণের খবর পাওয়া গেছে। এই রোগে এ পর্যন্ত পাঁচ জনের মৃত্যুর খবর জানা গেছে।

ড. আধানম জানান, জরুরি কমিটি মাঙ্কিপক্সের প্রাদুর্ভাবকে বিশ্বব্যাপী স্বাস্থ্য জরুরি পরিস্থিতি হিসাবে শ্রেণীবদ্ধ করা উচিত কিনা সে বিষয়ে একমত হতে পারেনি। তবে প্রাদুর্ভাবটি বিশ্বজুড়ে দ্রুত ছড়িয়ে পড়েছে এবং তিনি সিদ্ধান্ত নিয়েছেন, যে এটি আসলেই আন্তর্জাতিক উদ্বেগের বিষয়।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ