1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেলেন মুশফিকুল ফজল - DeshBideshNews
November 25, 2024, 1:28 am
 

রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেলেন মুশফিকুল ফজল

  • Update Time : Monday, October 21, 2024
  • 21 Time View

দেশ-বিদেশ নিউজ ডেস্ক: সাংবাদিক মুশফিকুল ফজল আনসারিকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। ইতিমধ্যে জ্যেষ্ঠ সচিব পদমর্যাদায় রাষ্ট্রদূত হিসেবে পদায়নের লক্ষ্যে তাঁর চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। তবে কোন দেশের রাষ্ট্রদূত হিসেবে মুশফিকুল ফজলকে নিয়োগ দেওয়া হয়েছে, সে সম্পর্কে নির্দিষ্ট করে কিছু উল্লেখ করা হয়‌নি। তা‌কে যুক্তরা‌ষ্ট্রের রাষ্ট্রদূত করা হ‌তে পা‌রে ব‌লে জানা গে‌ছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সোমবার (২১ অক্টোবর) জারি করা এক প্রজ্ঞাপনে এমন তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম–সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছর মেয়াদে সিনিয়র সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগপূর্বক বিদেশস্থ বাংলাদেশ মিশনে রাষ্ট্রদূত হিসেবে পদায়নের জন্য তাঁর চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হলো।’

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব নিলুফা ইয়াসমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আরও বলা হয়, ‘এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রে নির্ধারিত হবে।’

২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সহকারী প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেন মুশফিকুল ফজল আনসারি। জাস্টনিউজবিডির প্রধান বার্তা সম্পাদক ছিলেন তিনি। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৫ সালে যুক্তরাষ্ট্রে চলে যান। তিনি ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রেস ব্রিফিংয়ে বিভিন্ন সময় প্রশ্ন করে আলোচনায় ছিলেন।

গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর সেপ্টেম্বর মাসে দেশে ফিরে আসেন তিনি।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ