1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
মালয়েশিয়ায় ভবন ধসে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু - DeshBideshNews
November 24, 2024, 5:51 am
 

মালয়েশিয়ায় ভবন ধসে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

  • Update Time : Saturday, October 12, 2024
  • 29 Time View
মালয়েশিয়ায় ভবন ধসে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু
মালয়েশিয়ায় ভবন ধসে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

দেশ-বিদেশ নিউজ ডেস্ক: মালয়েশিয়ায় নির্মাণাধীন একটি ভবন ধসে জিদান (২২) নামে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরো দুই পাকিস্তানি নাগরিক। গতকাল দেশটির মেলাকা রাজ্যের বান্দা হিলিরের জালান বুকিত সেনজুয়াংয়ে এ ঘটনা ঘটে।

মেলাকা টেঙ্গাহ জেলার পুলিশ প্রধান সহকারী কমিশনার ক্রিস্টোফার প্যাটিট জানান, স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় এই দুর্ঘটনা ঘটে।

এতে জিদান নামে এক বাংলাদেশি ব্যক্তিকে কংক্রিটের স্তম্ভের ধ্বংসস্তূপের ফাঁকে আটকে থাকতে দেখা যায়। তিনি আরো বলেন, ‘ভুক্তভোগীকে ভবন ধসে পড়ার পর রাত ৯টা ৫৫ মিনিটে ধ্বংসস্তূপের মধ্যে পাওয়া যায়। কিন্তু ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে রাত ১২টা ১৬ মিনিটে।
ক্রিস্টোফার প্যাটিট বলেন, ‘বেঁচে যাওয়া আহত দুইজন পাকিস্তানি নাগরিক।

তাদের নাম, জুবায়ের আহমেদ (৩২) এবং আব্বাস গুলাম (৪৯)। তারা ঘাড়, কাঁধ এবং মাথাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত পেয়েছেন। তাদের মেলাকা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দেশটির ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের (জেবিপিএম) ডেপুটি ডিরেক্টর আর সাইফুল ইসওয়ান্দি আর হাসান বলেছেন, ‘আমরা সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে এই ঘটনা সম্পর্কে জানতে পারি।

এর প্রায় ১০ মিনিট পরে আমরা ঘটনাস্থলে পৌঁছাতে পারি।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ