1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
বাংলাদেশ থেকে আরও কর্মী নেবে লিবিয়া - DeshBideshNews
November 24, 2024, 11:58 am
 

বাংলাদেশ থেকে আরও কর্মী নেবে লিবিয়া

  • Update Time : Sunday, November 10, 2024
  • 8 Time View
বাংলাদেশ থেকে আরও কর্মী নেবে লিবিয়া

দেশ-বিদেশ নিউজ ডেস্ক: লিবিয়া আরও বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত আব্দুল মুতালিব এস এম সালিমান। রোববার (১০ অক্টোবর) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানান রাষ্ট্রদূত।

রাষ্ট্রদূত সালিমান জানান, উন্নয়নের জন্য চিকিৎসক ও প্রকৌশলীসহ বাংলাদেশ থেকে আরও জনশক্তি নিয়োগ করতে আগ্রহী লিবিয়া। এ সময় লিবিয়ার শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তির আমন্ত্রণ জানান তিনি।

তিনি বলেন, লিবিয়ার সমাজে বাংলাদেশি কর্মীবাহিনীর অনেক অবদান রয়েছে। বিশেষ করে কৃষিক্ষেত্রে বাংলাদেশিদের ভূমিকা অনেক বেশি।

তিনি স্বীকার করেন, বর্তমানে লিবিয়ায় কর্মরত কিছু বাংলাদেশি চিকিৎসক বেতনসংক্রান্ত সমস্যার সম্মুখীন হচ্ছেন। তবে চলমান সংস্কার সম্পন্ন হলে দ্রুতই বিষয়টি সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

প্রধান উপদেষ্টা ড. ইউনূস জোর দিয়ে বলেন, অবৈধ অভিবাসন ও মানব পাচার বন্ধে বাংলাদেশ ও লিবিয়া একসঙ্গে কাজ করতে পারে। ড. ইউনূস বলেন, আমরা মানব পাচারকে সমর্থন করি না। এর জন্য অনেক মানুষ ভুগছে। এটি বন্ধ করতে আমাদের একসঙ্গে কাজ করা উচিত।

প্রধান উপদেষ্টা বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক বৃদ্ধিতে কাজ করার জন্য রাষ্ট্রদূতকে আহ্বান জানান। পারস্পরিক স্বার্থে বাংলাদেশ লিবিয়া থেকে তেল আমদানি করতে পারে কি না তারও খোঁজখবর নেন প্রধান উপদেষ্টা।

 

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ