দেশ-বিদেশ নিউজ ডেস্ক: ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে ইসরায়েল। প্যারিসে আসন্ন সামরিক নৌ বাণিজ্য প্রদর্শনীতে ইসরায়েলি সংস্থাগুলিকে অংশ নিতে নিষেধ করার পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপে নিতে যাচ্ছে ইসরায়েল। রোববার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ এ তথ্য জানিয়েছেন।
গাজা এবং লেবাননের যুদ্ধে ইসরায়েলের আচরণ নিয়ে ক্ষুব্ধ ম্যাক্রোঁ সরকার গত সপ্তাহে প্যারিসে আসন্ন সামরিক নৌ বাণিজ্য প্রদর্শনীতে ইসরায়েলি প্রতিনিধিদের স্ট্যান্ড প্রদর্শন বা সরঞ্জাম প্রদর্শনের অনুমতি দেওয়া হয়নি। তবে তারা বাণিজ্য শোতে অংশ নিতে পারে।
ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ রোববার এক্স-এ এক পোস্টে লিখেছেন, ‘আমি ফরাসি প্রেসিডেন্টের বিরুদ্ধে আইনি ও কূটনৈতিক পদক্ষেপ নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছি… আগামী মাসে প্যারিসে @SalonEuronaval প্রদর্শনীতে ইসরায়েলি কোম্পানিগুলোকে তাদের পণ্য প্রদর্শন করতে বাধা দেওয়ার সিদ্ধান্তের প্রতিক্রিয়ায়। দ্বিতীয়বারের জন্য ইসরায়েলি কোম্পানি বয়কট বা অগ্রহণযোগ্য শর্ত আরোপ অগণতান্ত্রিক পদক্ষেপ, যা বন্ধুত্বপূর্ণ দেশগুলোর মধ্যে গ্রহণযোগ্য নয়। আমি প্রেসিডেন্ট ম্যাক্রোঁকে তাদের সম্পূর্ণ বাতিল করার আহ্বান জানাচ্ছি।