1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
প্রথম টেস্টে কাল শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ - DeshBideshNews
November 25, 2024, 12:27 am
 

প্রথম টেস্টে কাল শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

  • Update Time : Thursday, March 21, 2024
  • 105 Time View
প্রথম টেস্টে কাল শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর বাংলাদেশ জিতেছে ওয়ানডে সিরিজ। এবার দুই দল অবতীর্ণ হচ্ছে টেস্ট সিরিজ জয়ের লড়াইয়ে। রাত পোহালেই শুরু হবে দুই দলের মধ্যকার লড়াই। আগামীকাল শুক্রবার প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়।

লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজে নেই মুশফিকুর রহিম। অনুশীলনের সময় আঙুলে চোট লেগে সিরিজ থেকে ছিটকে গেছেন অভিজ্ঞ ডানহাতি এই উইকেটরক্ষক ব্যাটার। তার পরিবর্তে টাইগারদের একাদশে যোগ দিয়েছেন তরুণ ব্যাটার তাওহিদ হৃদয়।

গেল বছরের নভেম্বরে সিলেটে একজন পেসার নিয়ে নিউজিল্যান্ডকে ধরাশায়ী করেছিল বাংলাদেশ। সেই টেস্টে তিন স্পিনার তাইজুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ আর নাইম হাসানের সঙ্গে একমাত্র পেসার ছিলেন শরিফুল ইসলাম। ওই ম্যাচে বাংলাদেশ জিতেছিল ১৫০ রানে।

কিন্তু ঢাকায় শেরে বাংলা স্টেডিয়ামে কিউইদের বিপক্ষে দ্বিতীয় টেস্টেও একই কম্বিনেশন নিয়ে খেলতে নেমে ৪ উইকেটে হেরেছে টাইগাররা। তবে আগামীকালের ম্যাচে বাংলাদেশ দলে খেলবেন কমপক্ষে দুইজন পেসার। দুইজনেই হতে পারেন নতুন মুখ। একজন নাহিদ রানা, আরেকজন হতে পারেন মুশফিক হাসান। অপরদিকে বিশ্রামে থাকতে পারেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। আজ বৃহস্পতিবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এসব বিষয়ে জানিয়েছেন বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

লঙ্কানদের বিপক্ষে ঘরের মাঠে এখন পর্যন্ত কোনো ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। নিজেদের মাঠে ১০ বার লঙ্কানদের মুখোমুখি হয়েছে টাইগাররা। এর মধ্যে তিনটি ম্যাচ ড্র করতে পেরেছে বাংলাদেশ। বাকি ৭টিতেই নিতে হয়েছে হারের তিক্ত স্বাদ।

সবমিলিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ২৪ বারের দেখায় বাংলাদেশ জয় পেয়েছে মাত্র একটিতে। সেটি ২০১৭ সালে কলম্বোর সারা ওভাল স্টেডিয়ামে ৪ উইকেটে। ওই ম্যাচের সেরা পারফরমার ছিলেন তামিম ইকবাল আর সিরিজসেরা ক্রিকেটার হয়েছিলেন সাকিব আল হাসান।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ