1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
পুলিশ সংস্কারে শিগগিরই প্রাথমিক কমিটি গঠন: স্বরাষ্ট্র উপদেষ্টা - DeshBideshNews
November 25, 2024, 4:36 pm
 

পুলিশ সংস্কারে শিগগিরই প্রাথমিক কমিটি গঠন: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • Update Time : Monday, September 9, 2024
  • 34 Time View
পুলিশ সংস্কারে শিগগিরই প্রাথমিক কমিটি গঠন: স্বরাষ্ট্র উপদেষ্টা

দেশ-বিদেশ নিউজ ডেস্ক: পুলিশ সংস্কারে শিগগিরই কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লাইলারের নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে এ কথা জানান উপদেষ্টা। সাক্ষাৎকালে দুই পক্ষের মধ্যে পুলিশ সংস্কার, বন্যা পুনর্বাসনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। পুলিশ সংস্কারের বিষয়ে উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, ‘এটি এখনো প্রাথমিক পর্যায়ে আছে।

এ বিষয়ে এখনো কোনো কমিটি গঠিত হয়নি। তবে শিগগিরই পুলিশ সংস্কারের লক্ষ্যে প্রাথমিক কমিটি গঠন করা হবে। কোন প্রক্রিয়ায়, কিভাবে ও কাদের অন্তর্ভুক্ত করে সংস্কার করা হবে, প্রাথমিক কমিটি তা নির্ধারণ করবে। উপদেষ্টা আরো বলেন, ‘প্রাথমিক কমিটির সুপারিশ ও মতামত গ্রহণ করে এ প্রক্রিয়াকে এগিয়ে নেওয়া হবে ও পরবর্তী কর্মপন্থা নির্ধারণ করা হবে।

সে সময় ইউএনডিপি ও আগ্রহী অন্যান্য দেশের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা করে তাদের মতামত ও পরামর্শ গ্রহণ করা হবে। তিনি জানান, যেসব মতামত ও পরামর্শ বাংলাদেশের পরিপ্রেক্ষিতে সঙ্গতিপূর্ণ হবে, শুধু সেগুলোই পরবর্তী পদক্ষেপ ও বাস্তবায়নের জন্য বিবেচিত হবে।

এ বিষয়ে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি বলেন, ‘বাংলাদেশের পুলিশ সংস্কার এমনভাবে হওয়া উচিত যেন জনগণ পুলিশের ওপর আস্থা ও বিশ্বাস অর্জন করতে পারে এবং কোনো সমালোচনা না হয়। তিনি সুশীল সমাজের প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করে জনগণের সঙ্গে আলোচনা করে মতামত নিয়ে ব্যাপক পরিসরে এ সংস্কার বাস্তবায়নের পরামর্শ দেন।

এ ক্ষেত্রে জাতিসংঘ প্রয়োজনীয় কারিগরি ও আর্থিক সহযোগিতা দিতে প্রস্তুত বলেও জানান তিনি। বৈঠকে বাংলাদেশের বন্যা পুনর্বাসনে ইউএনডিপি সমীক্ষা চালাচ্ছে বলে আবাসিক প্রতিনিধি জানান। তা ছাড়া এ কাজে ইউএনডিপির পক্ষ থেকে এক বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করা হবে বলে জানানো হয়।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ