1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
দেশে বাড়ছে করোনা, নতুন করে শনাক্ত ৩৪ জন - DeshBideshNews
November 24, 2024, 10:43 am
 

দেশে বাড়ছে করোনা, নতুন করে শনাক্ত ৩৪ জন

  • Update Time : Friday, January 26, 2024
  • 164 Time View
দেশে বাড়ছে করোনা, নতুন করে শনাক্ত ৩৪ জন

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : দেশে ক্রমেই বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এরমধ্যে ৩২ জনই রাজধানী ঢাকায় বসবাস করেন, বাকি দুইজন চট্টগ্রামের। তবে, এ সময়ে দেশে করোনায় কারো মৃত্যুর তথ্য জানা যায়নি। আর মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশে করোনায় মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৪৮১ জন। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৬ হাজার ৯৩৪ জনে।

শুক্রবার (২৬ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৮৮৫টি পরীক্ষাগারে ৪৩২ টি নমুনা পরীক্ষায় ৩৪ জনের করোনা শনাক্ত হয়। তাদের মধ্যে ৩২ জন ঢাকার এবং দুইজন চট্টগ্রামের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৮ দশমিক ৭০ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক শূন্য ৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তদের মধ্যে থেকে সেরে উঠেছেন ৩৯ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ১৪ হাজার ৩০৩ জনে। সুস্থতার হার ৯৮ দশমিক ৪১ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ