1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
ড. ইউনূসকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদির - DeshBideshNews
November 27, 2024, 6:30 am
 

ড. ইউনূসকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদির

  • Update Time : Thursday, August 8, 2024
  • 50 Time View
ড. ইউনূসকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদির

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ নেওয়ার পর নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সঙ্গে তিনি বাংলাদেশে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরে আসার আশা প্রকাশ করেছেন। এ ছাড়া হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষার আহ্বান জানিয়েছেন মোদি। নরেন্দ্র মোদি এক্সে লিখেছেন, ‘অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে তার নতুন দায়িত্ব গ্রহণের জন্য আমার শুভ কামনা।

আমরা হিন্দু ও অন্য সব সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করে দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসার আশা করি। ভারত বাংলাদেশের সঙ্গে শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্য উভয় দেশের জনগণের যৌথ আকাঙ্ক্ষা পূরণে কাজ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশে ক্ষমতার পরিবর্তন ঘটল তীব্র রাজনৈতিক অস্থিরতার পরপরই। তিন দিন আগেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান।

তার সরকারকে পতনের মুখে পড়তে হয় ব্যাপক বিক্ষোভের কারণে, যা মূলত সরকারি চাকরিতে বিতর্কিত কোটাব্যবস্থার বিরুদ্ধে ছাত্র আন্দোলনের মাধ্যমে শুরু হয়েছিল।

৮৪ বছর বয়সী ইউনূসকে বিক্ষোভকারীদের সুপারিশের পর অন্তর্বর্তী সরকার পরিচালনার জন্য নিয়োগ করা হয়। বৃহস্পতিবার রাতে তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ গ্রহণ করেন। একই দিনে প্যারিস থেকে চিকিৎসা নিয়ে ঢাকায় ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইউনূস।

আবেগাপ্লুত হয়ে তিনি বলেন, ‘দেশটি একটি অত্যন্ত সুন্দর জাতি হয়ে ওঠার সম্ভাবনা রাখে। আমাদের ছাত্ররা যেই পথ দেখাবে, আমরা সেই পথেই এগিয়ে যাব।’

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ