1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলো ভারত - DeshBideshNews
November 24, 2024, 6:57 am
 

টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলো ভারত

  • Update Time : Saturday, October 12, 2024
  • 35 Time View
টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলো ভারত

দেশ-বিদেশ নিউজ ডেস্ক: এত দিন ২৭৮ রান নিয়ে টি-টোয়েন্টির সর্বোচ্চ রানের রেকর্ড ছিল আফগানদের। আজ ২৯৭ রান তোলে টেস্ট খেলুড়ে দেশের টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান করল ভারত। স্যামসনের সেঞ্চুরি ও সূর্যকুমারের ৭৫ রানের পর শেষদিকে হার্দিক পান্ডিয়া ও রিয়ান পরাগের ঝোড়ো ব্যাটিংয়ে শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশকে বিশাল লক্ষ্য ছুড়ে দিয়েছে ভারত। হায়দরাবাদের রাজিব গান্ধী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করে ৬ উইকেট হারিয়ে ২৯৭ রান তোলে সূর্যকুমার যাদবের দল।

ভারত শুরু থেকেই ছড়াও হয় বাংলাদেশি বোলারদের ওপর। তৃতীয় ওভারের প্রথম বলে অভিষেক শর্মাকে হারালেও ভারতের রানের গতি থামেনি। বড় সংগ্রহের পথে ১১ চার ও ৮ ছক্কায় ৪৭ বলে ১১১ রানের ইনিংস খেলেছেন সঞ্জু স্যামসন। এর মধ্যে রিশাদের এক ওভারে টানা পাঁচ ছক্কা হাঁকান তিনি।

৭৫ রানের ইনিংস খেলেছেন অধিনায়ক সূর্যকুমার যাদবও। ৮ চার চার ৫ ছক্কায় তার ইনিংসটি সাজান। শেষ দিকে রিয়ান পরাগের ১৩ বলে ৩৪ ও হার্দিক পাান্ডিয়ার ৪৭ রানের কল্যানে ৬ উইকেট হারিয়ে ২৯৭ রান তোলে ভারত। শেষ বলে রিংকু সিং ছক্কা মেরে ভারতের রান চূড়ায় নিয়ে যায়। বাংলাদেশি বোলাদের মধ্যে রান খরচায় ফিফটি হাঁকিয়েছেন তিনজন। তানজিম সাকিব নিয়েছেন ৩ উইকেট। ১ উইকেট করে নিয়েছে তাসকিন, মুস্তাফিজ ও রিয়াদ।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ