দেশ-বিদেশ নিউজ ডেস্ক: আমেরিকার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে শুরু হয়েছে ৭৯তম অধিবেশনের সাধারণ বিতর্ক পর্ব। এবারের প্রতিপাদ্য- টেকসই উন্নয়ন, বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য মর্যাদাপূর্ণ ও শান্তিময় বিশ্ব গড়ে তোলা। অধিবেশনে যোগ দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
উদ্বোধনী দিনে বক্তব্য রাখবেন যুক্তরাষ্ট্র, ব্রাজিল, তুরস্ক, কাতার ও ইরানসহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা। এটিই হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে শেষ ভাষণ। কারণ, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন না। তাই অধিবেশন শুরুর দিনের ভাষণে গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারেন তিনি, এক প্রতিবেদনে এমনই ইঙ্গিত দিয়েছে মার্কিন গণমাধ্যম।
বিতর্কের প্রথম দিন প্রথম সেশনে ১৭ ও দ্বিতীয় সেশনে ১৮টি দেশ ও সংস্থা বিতর্কে অংশ নেবে। এতে দ্বন্দ্ব নিরসন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং উন্নয়নশীল দেশগুলোকে সহায়তা করার মতো বিষয়গুলো প্রাধান্য পাবে। এই বিতর্ক পর্ব চলবে ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত।