দেশ-বিদেশ নিউজ ডেস্ক : গত বছর এ সময় বাংলাদেশে সবচেয়ে বেশি আলোচিত- সমালোচিত ছিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচনে সাধারণ সম্পাদকের পদ নিয়ে জায়েদ খান ও নিপুণ আক্তারের মধ্যকার দ্বন্দ্ব হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছে। যদিও এই পদ নিয়ে সৃষ্ট জটিলতার কোনো সুরাহা এখনো হয়নি, তবে তার আগেই শেষ হতে যাচ্ছে বর্তমান কমিটির মেয়াদ। জানা গেছে, আগামী নির্বাচনের তফসিল ঘোষণার তারিখ।
আগামী বছরের ফেব্রুয়ারির ৮ তারিখের মধ্যে নতুন কমিটি গঠনের জন্য নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। আজ দুপুরে বিএফডিসিতে অবস্থিত শিল্পী সমিতির অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান অভিনেত্রী নিপুণ আক্তার। তিনি বলেন, বর্তমান কমিটির মেয়াদ প্রায় শেষের দিকে। জাতীয় নির্বাচনের কারণে এখন কোনো নির্বাচনের তফসিল ঘোষণা করা যাবে না।
তাই জাতীয় নির্বাচনের পর ফেব্রুয়ারির ৮ তারিখের মধ্যে শিল্পী সমিতির আসন্ন নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। গত বছরে নির্বাচনের দিন তারকাদের উছ্বাস। এ সময় নিজের প্যানেলের বিষয়ে বলেন, গতবারও আমার প্যানেলে চমক ছিল। এরপর চমকের পর চমক দেখেই যাচ্ছেন। সামনে নির্বাচনেও চমক নিয়েই প্যানেল ঘোষণা করব। এর আগে ২০২২ সালের ২৮ জানুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে সভাপতি নির্বাচিত হন ইলিয়াস কাঞ্চন।